২০২৫ সাল শেষ হওয়ার আগেই ১০০ সন্তানের জনক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এ বার তাঁর ইচ্ছা, বিশ্বের সমস্ত দেশে যেন তাঁর সন্তান থাকে। জনপ্রিয় শুক্রাণুদাতা কাইল জর্ডির এমনই ইচ্ছা। কাইল আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। নিয়মিত শুক্রাণু দান করেন তিনি। শুক্রাণু দান করাই তার নেশা। বিষয়টি নিয়ে বিতর্ক থাকলেও তার দাবি, মাঝেমধ্যেই অনলাইনে বিভিন্ন দেশ থেকে সন্তানধারণে ইচ্ছুক মহিলারা তাঁর সঙ্গে যোগাযোগ করেন। ‘বি প্রেগন্যান্ট নাও’ নামে একটি ওয়েবসাইটের মাধ্যমে বিনামূল্যে পরিষেবা প্রদান করেন কাইল।
কিছু দিন আগেই কাইল জানিয়েছিলেন, ২০২৫ সাল শেষ হওয়ার আগেই ১০০ সন্তানের পিতা হতে চান তিনি। তবে এ বার আরও এক অদ্ভুত ইচ্ছার কথা তিনি প্রকাশ করেছেন। জানিয়েছেন, তিনি চান যে বিশ্বের সব দেশে তাঁর সন্তান থাকুক। সারা বিশ্বে এখনও পর্যন্ত ৮৭টি শিশুর জন্ম হয়েছে তাঁর শুক্রাণু থেকে।

–

–

–

–

–

–

–

–

–

–
