Monday, November 3, 2025

অল্প সময়েই মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী: প্রস্তুত হেলিপ্যাড, নিরাপত্তা

Date:

Share post:

দুপুরেই উত্তরের তিন জেলার প্রশাসনিক কর্মসূচি পরিদর্শন ও পরিষেবা প্রদানের (public distribution) জন্য রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুর্শিদাবাদের (Murshidabad) লালবাগের নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে দুপুর ১টা নাগাদ হবে প্রশাসনিক জনসভা (administrative public programme)। সভাস্থলের পাশেই তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড (helipad)। শনিবার হেলিকপ্টার নামা-ওঠার মহড়াও হয়ে গিয়েছে। প্রোটোকল (protocol) মেনে মোতায়েন হয়েছে পুলিশ ও সিসিটিভি।

মুর্শিদাবাদ, মালদহ (Maldah) ও আলিপুরদুয়ার (Alipurduar) জুড়ে একগুচ্ছ সরকারি কর্মসূচি নিয়ে জেলা সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর সভার আগে বহরমপুরে জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা নিজেদের মধ্যে বৈঠক সেরে রেখেছেন। বহরমপুরে জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা সভাস্থল পরিদর্শন করেন। মুর্শিদাবাদের সভা সেরে মুখ্যমন্ত্রী যাবেন মালদহে। সেখানেও তাঁর সরকারি কর্মসূচি রয়েছে। এরপর মুখ্যমন্ত্রী যাবেন আলিপুরদুয়ারে। সেখানকার প্যারেড গ্রাউন্ড (Parade Ground) এবং সুভাষিণী চা-বাগানের (Subhashini tea estate) মাঠে সরকারি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানেও প্রস্তুতি চলছে।

এবারের কর্মসূচিতে তিন জেলায় প্রশাসনিক জনসভা ও পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীকে (Chief Minister) স্বাগত জানাতে প্রস্তুতিও সেরে রেখেছে জেলা প্রশাসন। নিরাপত্তা আঁটোসাঁটো করতে তৎপর জেলা ও পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদ ও মালদহের প্রশাসনিক সভার পর আলিপুরদুয়ারে জোড়া সভা। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি -এই তিন জেলার প্রশাসনিক পর্যালোচনা সভার কথা আছে। সুভাষিণী চা-বাগানে হবে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। ২০২৪-এর লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারে কড়া টক্কর দেওয়ার পর মাদারিহাটে উপনির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করেছে তৃণমূল। সেই নিরিখে মুখ্যমন্ত্রীর এই উত্তরের জেলা সফরের বিশেষ রাজনৈতিক গুরুত্বও রয়েছে বলে মনে করা হচ্ছে।

spot_img

Related articles

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...