আদুরে হস্তিনী ‘চন্দ্রতারা’ নিজেই বাংলাদেশের সীমান্ত ডিঙিয়ে ঢুকে পড়েছে ভারতে। এমনিতেই এখন দু’দেশের রাজনীতিক সম্পর্ক মধুর নয়। ফলে হস্তিনীর আসল মালিক কে, তাই নিয়ে ঘনিয়েছে বিবাদ, বেধেছে বিতর্ক। বিষয়টা গড়িয়েছে আদালত পর্যন্ত।ঘটনাস্থল ত্রিপুরার ঊনকোটি।

বাংলাদেশ তরফে দাবি, ২০২৪ এর ১১ সেপ্টেম্বর এই ঊনকোটির সীমান্ত লাগোয়া একটি গ্রামে কাঁটাতার পেরিয়ে এপারে চলে আসে হাতিটি। স্বভাবে শান্ত। দামাল নয় মোটেও। তাই তাকে নিজেদের বাসায় রাখার দায়িত্ব নেয় দুই গ্রামবাসী।

বাংলাদেশের আতিকুর হাতির সঙ্গে তার ছবি, আধিকারের প্রমাণপত্র সহ যাবতীয় নথির এক কপি পেশ করেন বিএসএফের হাতে। আরেক কপি পাঠিয়ে দেন ত্রিপুরার বন দফতরের কাছে। কিন্তু, ত্রিপুরার দুই গ্রামবাসীও একই ধরনের প্রমাণ, নথি তাদের তরফে পেশ করেছেন। ফলে বিষয়টি ইতিমধ্যে আদালত পর্যন্ত গড়িয়েছে। স্থানীয় আদালত দু’পক্ষের বক্তব্য শুনবে। আজ, মঙ্গলবার জানা যাবে আদরিণী চন্দ্রতারার মালিক আসলে কে। আদালতের দিকে তাকিয়ে সবাই।

–

_

_

–

–

–

–

–