Monday, August 25, 2025

WHO থেকে নাম প্রত্যাহার আমেরিকার: শপথের পরই ট্রাম্পের তোপে চিন

Date:

Share post:

বিশ্বস্বাস্থ্য সংস্থার উপর সমর্থন তুলে নিল আমেরিকা। রাষ্ট্রপতি হিসাবে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শপথ গ্রহণের পরই বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়। কারণ হিসাবে করোনা পরিস্থিতির কথা তুলে ধরা হয়। সেই সঙ্গে আলাদাভাবে উল্লেখ করা হয়, বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) বিশ্বের বিশেষ রাজনৈতিক পদানুসরণ করছে, যা স্পষ্টত চিনের দিকেই নির্দেশ করে। কার্যত শপথ গ্রহণের পরই চিন-বিরোধিতার সুর স্পষ্ট করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও হু-এর পক্ষ থেকে এরপরই বিজ্ঞপ্তি জারি করে আশা প্রকাশ করা হয় আমেরিকা তাদের সিদ্ধান্ত পুণর্বিবেচনা (reconsider) করবে।

গোটা বিশ্বে করোনা পরিস্থিতিতে সতর্কতা জারি করা থেকে গাইডলাইন (guideline) তৈরিতে পথপ্রদর্শকের ভূমিকা নিয়েছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO)। সেই হু-এর বিরুদ্ধেই রাষ্ট্রপতি হিসাবে শপথের পরে তোপ ট্রাম্পের। আমেরিকার বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, চিনের (China) ইউহান থেকে শুরু হওয়া করোনা-কে প্রতিহত করতে এই সংস্থার অদক্ষতা, এছাড়াও অন্যান্য স্বাস্থ্যক্ষেত্রের প্রয়োজনীয়তার সময় এই সংস্থার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থতাকে লক্ষ্য রেখেই সংস্থার উপর থেকে সমর্থন তুলে নেয় আমেরিকা।

আমেরিকার (USA) বিজ্ঞপ্তিতে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, হু (WHO) নিজের স্বাতন্ত্র দেখাতে ব্যর্থ। এক সদস্য দেশের অনুপযুক্ত রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে চলে। সেই যুক্তিতেই হু-কে (WHO) আমেরিকার বিপুল অর্থ সাহায্যকে অতিরিক্ত অর্থব্যয় বলে দাবি করেছেন।

আমেরিকার (USA) এই অবস্থানের পরে বিশ্বস্বাস্থ্য সংস্থার (WHO) পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সংস্থার সৃষ্টির সময় থেকে আমেরিকার সংযোগের উদাহরণ তুলে ধরা হয়। সেই সঙ্গে হু-এর সাফল্যের দিকগুলি তুলে ধরা হয়। আশা প্রকাশ করা হয় হু-এর সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখতে আমেরিকা তাদের সিদ্ধান্ত পুণর্বিবেচনা করবে।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...