প্রশাসক বসিয়ে নয় বরং স্কুলের উত্তীর্ণ হয়ে যাওয়া পরিচালন সমিতির মেয়াদ বৃদ্ধি করা হবে। শনিবার এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, পরিচালন সমিতির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। সেই সব সমিতি বাতিল করে প্রশাসক নিয়োগ করা হবে। কিন্তু এদিন শিক্ষামন্ত্রী জানান, মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে সুরাহা করা হয়েছে। যে সমস্ত স্কুলের পরিচালন সমিতির মেয়াদ বাড়ানো সম্ভব সেখানে মেয়াদ বাড়ানো হবে। এখন প্রশাসক বসিয়ে কাজ হবে না। এ প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, কোন স্কুলে পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেগুলো নিয়ে ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতরকে তালিকা পাঠিয়ে দিয়েছে পর্ষদ। জানানো হয়েছে যেখানে পরিচালন সমিতি গঠন করা সম্ভব সেখানে গঠন করা হবে অন্যথায় পুরনো পরিচালন সমিতি দিয়েই কাজ চালানো হবে।

আরও পড়ুন- পথ দুর্ঘটনায় রাশ টানতে উদ্যোগ! ড্রাইভিং ট্রেনিং সেন্টার গড়ে তুলছে রাজ্য

_

_

_
_

_

_

_

_

_
