Sunday, August 24, 2025

পদ্মপ্রাপকের তালিকায় বিনোদন জগতের একঝাঁক তারকা, পদ্মশ্রী পাচ্ছেন অরিজিৎ, মমতাশংকর

Date:

Share post:

সাধারণতন্ত্র দিবসের (Republic day)প্রাক্কালে ঘোষিত হল পদ্ম পুরস্কার ২০২৫- এর (Padma Award 2025)তালিকা। শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে দেশের অন্যতম শীর্ষ অসামরিক সম্মান প্রাপকদের নাম প্রকাশ করা হলো। এবছর ১১৩ জন পদ্মশ্রী, ১৯ জন পদ্মভূষণ এবং ৭ জন পদ্মবিভূষণ পাচ্ছেন। পদ্মশ্রী (Padma Shri) তালিকায় নাম রয়েছে বাংলার ছেলে অরিজিৎ সিং-এর (Arijit Singh) নাম। গোটা দেশের সঙ্গীতপ্রেমীদের মনে মুর্শিদাবাদের ছেলেটার একটা আলাদা জায়গা রয়েছে। তাই তাঁকে কুর্নিশ জানালো কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি বর্ষীয়ান নৃত্যশিল্পী অভিনেত্রী মমতা শঙ্কর (Mamata Shankar) পদ্মশ্রী পাচ্ছেন। এছাড়াও রয়েছেন সরদ বাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। পদ্ম পুরস্কারে দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীদের সম্মান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। শিল্প জগত থেকে শুরু করে অভিনয় – ক্রীড়া- সংগীত জগতের বরেণ্য ব্যক্তিদের নাম রয়েছে।

চলতি বছরের মার্চ-এপ্রিল নাগাদ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে পদ্মপ্রাপকদের পুরস্কার দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সান ফ্রান্সিসকো, শিকাগো, নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস, ওয়েলিংটন এবং বার্লিনে ঢাক বাজিয়ে বাংলা তথা ভারতের নাম উজ্জ্বল করেছেন গোকুল চন্দ্র দাস ঢাকি। তাঁকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে। এই পুরস্কারের তালিকায় নাম রয়েছে দক্ষিণী অভিনেতা ও রেসিং দুনিয়ার তারকা অজিত কুমারের। এছাড়াও আছেন অভিনেতা শেখর কাপুর, অভিনেত্রী ও ভরতনাট্যম শিল্পী শোভনা। বাংলা থেকে সাহিত্যে এই পুরস্কার পাচ্ছেন নগেন্দ্রনাথ রায়। শিল্প জগত থেকে ২০২৫ সালে পদ্মশ্রী পাচ্ছেন গুজরাটি কত্থক শিল্পী কুমুদিনি লাখিয়া, ভায়োলিনিস্ট লক্ষ্মীনারাণ সুব্রহ্মণ্যম। শিল্পপতি পবন গোয়েঙ্কা এবং সজ্জন ভজঙ্কা বাংলা থেকে পদ্মশ্রী পাচ্ছেন। এবছর মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন পঙ্কজ উদাস।বিহারের শাস্ত্রীয় সংগীত শিল্পী শারদা সিনহা (ইনি ২০২৪ সালের নভেম্বর মাসে প্রয়াত হয়েছেন), ওসামু সুজুকি, পাচ্ছেন পদ্মবিভূষণ। ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনকেও (Ravichandran Ashwin) পদ্মবিভূষণ পুরস্কারের সম্মানিত করা হচ্ছে।

আরও পড়ুন- দুয়ারে সরকার : ভাঙল প্রথম দিনের রেকর্ড! দ্বিতীয় দিনে পরিষেবা ৯ লক্ষ মানুষকে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...