এবার রাজ্য পুলিশের এসটিএফ নিজস্ব থানা পেল। আজ মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র দফতরের এই প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। জানা গেছে নিউ টাউন এবং শিলিগুড়িতে রাজ্য পুলিশের এস টি এফ এর জন্য থানা তৈরি করা হবে। তবে এই দুটি থানার জন্য এই মুহূর্তে আলাদা করে কোনো নিয়োগ করা হবে না। পুলিশের এখনকার স্ট্রেংথ থেকেই বিভিন্ন পদে পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। তবে নতুন থানার তৈরি হবার ফলে এবার থেকে আর এস টি এফ অভিযানে স্থানীয় থানার ওপর নির্ভর করে থাকতে হবে না। নিজেরাই নিজেদের থানায় এফআইআর করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে পারবে। এতে যেমন গোপনীয়তা বজায় থাকবে তেমনি সময়ও নষ্ট হবে না বলে ভবানী ভবন সূত্রে খবর। এই মুহূর্তে রাজ্য পুলিশের এস টি এফ এর দায়িত্ব রয়েছে ন আইপিএস বিনীত গোয়েল।

আরও পড়ুন- উত্তরপ্রদেশের দুষ্কৃতী ধরল কলকাতার STF: শিয়ালদহের কাছে উদ্ধার অস্ত্র, গ্রেফতার ৫

_

_

_

_

_

_

_

_

_

_
