Friday, November 7, 2025

দিল্লি ভোটে বিজেপির কোটিপতি প্রার্থীদের সম্পত্তির চোখ ধাঁধানো পরিসংখ্যানে চাঞ্চল্য

Date:

Share post:

দিল্লি বিধানসভা ভোটে বিজেপি কালো টাকা ব্যবহার করছে, আগেই এমন অভিযোগ করেছে আম আদমি পার্টি৷ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা আপকে নিশানা করলেও আত্মপক্ষ সমর্থনে কোনও যুত্‍সই প্রমাণ খাড়া করতে পারেনি গেরুয়া শিবির৷এই আবহেই সামনে আসছে দিল্লি বিধানসভা ভোটে লড়াই করার জন্য ময়দানে নামা বিজেপির কোটিপতি প্রার্থীদের সম্পত্তির চোখ ধাঁধানো পরিসংখ্যান৷ এর মধ্যে সবার আগে আসছে দিল্লির শকুরবস্তি আসনের বিজেপি প্রার্থী কারনাল সিংএর নাম৷তার ঘোষিত সম্পত্তির পরিমাণ ২৬০ কোটি টাকা৷এত বৈভব থাকার পরেও কেন তিনি দিল্লি বিধানসভা ভোটে লড়াই করতে আগ্রহী, তা নিয়েই এবার প্রশ্ন উঠতে শুরু করেছে রাজধানীর রাজনৈতিক মহলে৷ বিজেপিরই অন্য প্রার্থী মনজিন্দর সিং সিরসার ঘোষিত সম্পত্তি ২৪৯ কোটি টাকা৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো, নতুন দিল্লি আসনের প্রার্থী অরবিন্দ কেজরিওয়ালের চ্যালেঞ্জার পরবেশ ভার্মার সম্পত্তির পরিমাণ প্রায় ১১৬ কোটি টাকা৷

উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি(DELHI) বিধানসভা ভোটের আগে জাতীয় নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছেন দিল্লির ভোট প্রার্থীরা, সেই হলফনামা সূত্রেই জানা যাচ্ছে ৫০ কোটির বেশি সম্পত্তি আছে বিজেপির এমন প্রার্থী আছেন ৮ জন৷ দিল্লি বিধানসভা নির্বাচনে এবার বিজেপির হয়ে যারা লড়াই করছেন সেই সব ভোট প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ২২ কোটি ৯০ লক্ষ টাকা৷ এবারের দিল্লি ভোটে ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপির ৯ জন ভোট প্রার্থীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারী মামলা দায়ের হয়েছে আগেই৷  এই পরিসংখ্যানকে হাতিয়ার করেই বিজেপিকে নিশানা করছে আম আদমি পার্টি৷ আপ শিবিরের অভিযোগ, দিল্লির ভোটে কালো টাকার ব্যবহার নিয়ে তাদের যে অভিযোগ ছিল, কার্যত সেই অভিযোগেই সিলমোহর দিচ্ছে বিজেপির কোটিপতি প্রার্থীদের সংখ্যা ও তাদের বৈভবের পরিমাণ৷

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...