Sunday, January 11, 2026

সুনিতাকে ফেরানোর উদ্যোগ, এলন মাস্ককে নির্দেশ ট্রাম্পের

Date:

Share post:

মহাকাশে দীর্ঘদিন আটকে রয়েছেন দুই সাহসী মহাকাশচারী। এবার সুনিতা উইলিয়ামস (Sunita Williams) ও বুচ উইলমোরকে (Butch Wilmore) ফেরানোর উদ্যোগ খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। এত দীর্ঘ সময় মহাকাশে আটকে থাকার জন্য জো বাইডেন প্রশাসনকে দায়ী করলেন ট্রাম্প। সুনিতাদের ফিরিয়ে আনার দায়িত্ব এলন মাস্কের (Elon Musk) উপর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আট দিনের মহাকাশ অভিযানে গিয়ে স্পেস স্টেশনে (Space Station) প্রায় একবছর আটকে রয়েছেন সুনিতা ও বুচ। তাদের খাবার পৌঁছে দেওয়া সম্ভব হলেও ফিরিয়ে আনতে ব্যর্থ নাসা (NASA)। একসময় চরম হতাশায় চলে যাওয়া সুনিতা ফের বিভিন্নভাবে মনের জোর ফিরিয়ে এনেছেন। অন্যদিকে নাসা তাদের বিভিন্ন ছবি ভিডিও তুলে ধরে প্রমাণ করার চেষ্টা করে গিয়েছে তারা ভালো আছেন। তবে এভাবে ‘ভালো’ থাকতে যে অসম্ভব সাহস লাগে, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প এলন মাস্ককে উদ্দেশ্য করে লেখেন, দুই সাহসী মহাকাশচারী যাদের ভার্চুয়ালি বাতিলের খাতায় ফেলে দিয়েছে জো বাইডেন (Joe Biden) প্রশাসন, তাদের ফিরিয়ে আনো স্পেসএক্স-এর (SpaceX) মাধ্যমে এবং এটাই এলন মাস্ককে (Elon Musk) নির্দেশ দিয়েছি। তাঁরা অনেক মাস ধরে স্পেসস্টেশনে আটকে রয়েছেন। এলন দ্রুত রওনা দেবে। আশা রাখি, সব নিরাপদে হবে।

আর এর প্রত্যুত্তরে প্রেসিডেন্টের নির্দেশ মতো দ্রুত স্পেসস্টেশন (International Space Station) থেকে দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছেন বলেও দাবি মাস্কের। সেই সঙ্গে বাইডেন (Joe Biden) প্রশাসনেরও নিন্দা করেছেন মাস্ক এভাবে তাঁদের এত দীর্ঘ সময় ছেড়ে রাখার জন্য।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...