Thursday, January 29, 2026

নেইমার ঘরে ফেরায় সোশ্যাল মিডিয়ায় সান্তোসের ফলোয়ারের সংখ্যা দুদিনে ১০ লাখ ছাড়াল!

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চাউর হয় জানুয়ারির শুরুতে। স্পোর্টস মার্কেটিং গবেষণা প্রতিষ্ঠান ইবোপে রেপুকম জানিয়েছে, এরপর এই অল্প কয়দিনেই সোশ্যাল মিডিয়ায় ১০ লাখ ফলোয়ার বেড়েছে সান্তোসের, যেটা পুরো ২০২৪ সালেও হয়নি। গত বছর ৮ লাখ ৫৫ হাজার নতুন ফলোয়ার পেয়েছিল সান্তোস। সোশ্যাল মিডিয়ায় হুট করে সান্তোসের ওপর নেটিজেনদের এই ঝাঁপিয়ে পড়া যে নেইমারের জন্য, তা বলাই বাহুল্য। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে শৈশবের ক্লাবে ফিরছেন নেইমার। সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তিসেরা এই খবরের সত্যতা স্বীকার করেছেন।

তিসেরা বলেছেন, এখন ফেরার সময়, নেইমার। এখন তোমার নিজের মানুষদের কাছে ফেরার সময়। তোমার ঘরে, যে ক্লাবটি তোমার হৃদয়ে। আমাদের ছেলে নেইকে স্বাগত। আমাদের ভিলার ছেলে। সুখী হতে আবারও ফিরে আস সাদা-কালো জার্সিতে। তোমাকে দুহাতে বরণ করে নেওয়ার অপেক্ষায় সান্তোসের সবাই।

বরং, ব্রাজিল ও সান্তোসের প্রয়াত কিংবদন্তি পেলের মেয়ে কেলি নাসিমেন্তো নেইমারের ফেরা উপলক্ষে ইনস্টাগ্রামে লেখেন, ‘আমাদের ছেলে ঘরে ফিরছে, বাবা এটা জানার পর নিশ্চয়ই স্বর্গেই বাইসাইকেল কিক মারছেন।’ আজ সকালে আল হিলাল নেইমারের বিদায়ী বার্তার একটি ভিডিও পোস্ট করেছে সোশ্যাল  মিডিয়ায়। সেখানে নেইমারও সান্তোসে ফেরার ইঙ্গিত দিয়ে আল হিলালের খেলোয়াড়দের বলেছেন, আজ আমি খুব খুশি। কারণ, নিজের ঘরে, নিজের দেশে ফিরতে পারছি।’

ব্রাজিল ও সান্তোসের প্রয়াত কিংবদন্তি পেলের মেয়ে কেলি নাসিমেন্তো নেইমারের ফেরা উপলক্ষে ইনস্টাগ্রামে লিখেছেন, আমাদের ছেলে ঘরে ফিরছে, বাবা এটা জানার পর নিশ্চয়ই স্বর্গেই বাইসাইকেল কিক মারছেন।’বাংলাদেশ সময় আজ ভোরে আল হিলাল নেইমারের(NEIMAR) বিদায়ী বার্তার একটি ভিডিও পোস্ট করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে নেইমারও সান্তোসে ফেরার ইঙ্গিত দিয়ে আল হিলালের খেলোয়াড়দের বলেছেন, ‘আজ আমি খুব খুশি। কারণ, নিজের ঘরে, নিজের দেশে ফিরতে পারছি।’

সোশ্যাল ব্লেড ওয়েবসাইটের তথ্যমতে, ১ জানুয়ারি থেকে ইনস্টাগ্রামে সান্তোসের নতুন ফলোয়ারের সংখ্যা বেড়ে ৭ লাখ ২০ হাজার। বর্তমানে এই পেজের ফলোয়ারের সংখ্যা ৪২ লাখ ৩০ হাজার। জানুয়ারির শুরুতে এই সংখ্যা ছিল ৩৫ লাখ। টিকটকে জানুয়ারিতে ৪ লাখ নতুন ফলোয়ার পেয়েছে সান্তোস। টিকটক ও ইনস্টাগ্রাম মিলিয়ে প্রায় ১১ লাখ নতুন ফলোয়ার পেয়েছে। সাও ব্রাজিলের প্রথনম সারির সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, নেইমারের ফেরার খবরে সান্তোসের সদস্যসংখ্যাও বেড়েছে। ক্লাবটির সবচেয়ে খরুচে প্রোগ্রাম ‘ব্ল্যাক প্ল্যান’–এ নতুন ৯ হাজার সদস্য যোগ দিয়েছেন। আল হিলালের সঙ্গে নেইমার চুক্তি বাতিল করার পর সদস্যসংখ্যা এমন হু হু করে বেড়েছে। এই প্রোগ্রামের সদস্যসংখ্যা ৫৭ হাজার পেরিয়ে গিয়েছে, যেখানে সদস্যদের মাসিক ফি ভারতীয় মুদ্রায় ৩ হাজার টাকার কিছু বেশি।

গ্লোবো গতকাল জানিয়েছে, সান্তোসে আপাতত ৬ মাসের চুক্তি করবেন নেইমার। তবে পরে চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগও থাকছে। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড এরই মধ্যে নিজেই ফেরার প্রস্তুতির ছবি পোস্ট করেন সোশ্যাল মিজিয়ায়। কয়েকটি স্যুটকেসের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লিখেছেন, ‘স্যুটকেস গোছানো সত্যিই খুব কঠিন কাজ। তর সইছে না।’

 

spot_img

Related articles

হাজার কোটি টাকার প্রতারণা মামলায় কলকাতায় ব্যবসায়ীর বাড়িতে CBI হানা 

বৃহস্পতিবার সকালে সাতসকালে দক্ষিণ কলকাতায় সিবিআই হানা (CBI raid)। হাজার কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় এদিন আলিপুরের নিউ...

ভেনেজুয়েলায় ভেঙে পড়ল বিমান, মৃত অন্তত ১৫

মর্মান্তিক দুর্ঘটনা ভেনেজুয়েলার সীমান্তে (Venezuela plane crash) । ১৫ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল কলম্বিয়ার বিমান (Columbia flight)।...

টিনের শেড সরিয়ে দেহাংশের খোঁজ, আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ২১! 

আনন্দপুরে মোমো কারখানা ও ডেকোরেটার্সের গোডাউনে অগ্নিকাণ্ডের (Anandapur Fire) ঘটনায় এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

মুখোমুখি দেব-জিৎ, বাংলা ছবির প্রথম ৬ মাসের সিনে ক্যালেন্ডার প্রকাশ স্ক্রিনিং কমিটির 

ইমপার (eastern India motion pictures association) অফিসে আয়োজিত স্ক্রিনিং কমিটির মিটিংয়ে খোশ মেজাজে গোটা টলিউড (Tollywood)। বুধবারের ছবিটা...