পুরীর পর সিদ্ধিবিনায়ক মন্দিরেও চালু পোশাকবিধি!

মন্দিরের দেবতা দর্শনে খোলামেলা পোশাক কিংবা ছেঁড়া জিন্স আর চলবে না। ঐতিহ্যবাহী সিদ্ধিবিনায়ক মন্দিরে (Siddhivinayak temple) ঢুকতে গেলে এবার থেকে পরা যাবে না মিনিস্কার্ট। পুরীর জগন্নাথ মন্দিরের (Jagannath Temple, Puri) পর এবার মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরেও চালু হতে চলেছে নয়া পোশাকবিধি (new dress code)। সূত্রের খবর আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে নতুন নিয়ম।

মন্দিরের শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি টেম্পল ট্রাস্টের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, শুধুমাত্র ভারতীয় পোশাকেই মন্দিরে প্রবেশ করা যাবে। অর্থাৎ ফাটা জিন্স কিংবা মিনি স্কার্ট পরতে পারবেন না কেউই। পুণ্যার্থীদের তরফ থেকে অশালীনতার সংক্রান্ত একাধিক অভিযোগ পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাস্ট। মায়ানগরীর ঐতিহ্যবাহী এই মন্দিরে বলিউড সেলিব্রেটি থেকে বাণিজ্য জগতের রথী-মহারথীদের আনাগোনা প্রায়ই দেখা যায়। মন্দিরের পবিত্রতা বজায় রাখার নামে কার্যত পোশাক সংক্রান্ত ফতোয়া জারি হওয়ায় দ্বিধাবিভক্ত দর্শনার্থীরা।