Monday, January 12, 2026

মোদি-যোগী সরকারের অপদার্থতায় মহাকুম্ভে মৃত্যুমিছিল, সুপ্রিম আদালতে দায়ের জনস্বার্থ মামলা

Date:

Share post:

প্রশাসনিক অপদার্থতা আর ব্যর্থতায় মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু। কিন্তু যতটা ভিড় ছিল আর যেভাবে দুর্ঘটনা ঘটেছে সেখানে কি মৃত্যু সংখ্যা এতটা কম হতে পারে, নাকি গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে চলেছে যোগী সরকার (Yogi Adityanath Government)? মহাকুম্ভে (Mahakumbh stampede incident) মৃত্যুমিছিল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দায় এড়াতে কখনও পুণ্যার্থীর সংখ্যা গণনায় ব্যস্ত আদিত্যনাথ প্রশাসন কখনওবা ষড়যন্ত্রের তত্ত্ব আওড়াচ্ছেন। দায়সারা শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে এবার মহাকুম্ভে দুর্ঘটনার জল গড়ালো সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত। কেন পর্যাপ্ত পরিকাঠামো নেই? কেন মহাকুম্ভের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি বিজেপির ডবল ইঞ্জিন রাজ্য? উত্তরপ্রদেশ সরকারকে কাঠগড়ায় তুলে শীর্ষ আদালতে দায়ের হলো জনস্বার্থ মামলা।

সূত্রের খবর বিশাল তিওয়ারি (Vishal Tiwari) নামে এক আইনজীবী সুপ্রিম কোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন l তাঁর দাবি, মহাকুম্ভের দুর্ঘটনার রিপোর্ট তলব করে প্রকৃত দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করুক শীর্ষ আদালত। কোন কোন আধিকারিকের গাফিলতিতে এই দুর্ঘটনা তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের আর্জিও জানিয়েছেন তিনি। কেন্দ্র, উত্তরপ্রদেশ সরকার-সহ অন্য সব রাজ্যের সরকারকে পক্ষ হিসেবে এই মামলায় তুলে ধরা হয়েছে। মামলাকারীর বক্তব্য, আগামী দিনে কুম্ভের মতো বড় আয়োজনে যাতে সব রাজ্যের সরকার পর্যাপ্ত ব্যবস্থা, রাখেন জরুরিকালীন পরিস্থিতিতে সব সহায়তা মেলে এই সংক্রান্ত নির্দেশ দিক দেশের শীর্ষ আদালত।

এবারের মহাকুম্ভ মেলায় ভিআইপি তোষামোদে বেশি নজর দিতে দেখা গেছে যোগী সরকারকে। অথচ সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলেখেলা চলছে। এত বড় এক দুর্ঘটনা ঘটে যাওয়ার পর ‘বিলম্বিত বোধোদয়ের’ মত বৃহস্পতিবার সকাল থেকে হেভিওয়েট থেকে ভিআইপিদের গাড়ি প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বাতিল VVIP পাস। পাশাপাশি মেলা প্রাঙ্গণে কোন কোন গাড়ি প্রবেশ করতে পারবে সেই সংক্রান্ত গাইডলাইন জারি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...