Sunday, November 9, 2025

শোকজের জবাবে ক্ষমা চেয়ে চিঠি অশোকনগরের বিধায়ক নারায়ণের

Date:

Share post:

সভামঞ্চে অসৌজন্যমূলক আচরণের জেরে শোকজ। বৃহস্পতিবার, তার জবাব দিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী (Narayan Goswami)। তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে ওই চিঠি পাঠান তিনি। এর আগে মৌখিক ক্ষমা চেয়েছিলেন বলে সূত্রের খবর। কিন্তু তা গ্রাহ্য না হওয়ায় লিখিত দিলেন তিনি। তৃণমূল সূত্রে খবর, চিঠিতে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন নারায়ণ। তবে, তাঁর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তার চূড়ান্ত করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সম্প্রতি অশোকনগরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিও ভাইরাল (ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’) হয়। সেখানে দেখা যায়,  উপস্থিত বিধায়ক নারায়ণ গোস্বামী (Narayan Goswami) মঞ্চ থেকে দুই মহিলাকে কটুক্তি করছেন। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় মঞ্চে উঠে অশালীন আচরণ করেন তিনি। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। সূত্রের খবর, বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূলের (TMC) রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder) জানান, “নারায়ণ গোস্বামীর আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না। জেলা নেতৃত্বকে ওর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” এর পরেই তাঁকে শোকজ করে বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটি। নবান্নে তাঁকে কারণ দর্শানোর চিঠি দেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

এদিন, শোভনদেবকে চিঠি পাঠিয়ে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন নারায়ণ। এ বারের মতো তাঁকে ক্ষমা করা হোক। ভবিষ্যতে তিনি এই ধরনের কাজ করবেন না বলেও চিঠিতে জানান অশোকনগরের বিধায়ক। দলীয় সূত্রে, খবর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল সভানেত্রীই।

spot_img

Related articles

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...