Thursday, November 6, 2025

EXAM I : আইসিএসই, আইএসসি-র প্রশ্নপত্রের সুরক্ষায় নয়া অ্যাপ চালু বোর্ডের

Date:

Share post:

পরীক্ষার দিন নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা ছাড়াও পরীক্ষার প্রশ্নপত্র স্কুলের শিক্ষকদের কাছে আসা থেকে শুরু করে ব্যাঙ্কের লকারে রাখা, এরপর সংশ্লিষ্ট প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে আনা, সব কিছুই নজরদারিতে রাখতে তৎপর বোর্ড। চলতি বছরের আইসিএসই এবং আইএসসি পরীক্ষায় সিসি ক্যামেরার উপরে শুধুমাত্র নির্ভর না করে দুই পরীক্ষায় নজরদারি চালাতে ব্যবহার করা হবে ‘এগজ়াম আই’ নামে বিশেষ একটি অ্যাপ। বিভিন্ন স্কুলের অধ্যক্ষেরা জানিয়েছেন পরীক্ষা শুরুর আগে থেকে বিভিন্ন ধাপের ছবি তুলে ওই অ্যাপে আপলোড করতে হবে। পরীক্ষার দিন প্রশ্নপত্র পরীক্ষার হলে নিয়ে আসার ছবি তুলে ‘এগজ়াম আই’ অ্যাপে আপলোড করতে হবে। উত্তরপত্র ঠিক মতো প্যাকেটে ভরা, উত্তরপত্র কখন এবং কী ভাবে বোর্ডে পাঠানো হল, সবকিছুই এবার আপলোড করতে হবে। বোঝাই যাচ্ছে প্রশ্নপত্র সংক্রান্ত প্রতিটি ধাপ এবার থেকে ক্যামেরাবন্দি করা হবে।

১৮ ফেব্রুয়ারি ২০২৫ থেকে শুরু হতে চলেছে আইসিএসই। আইএসসি শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি। অনেক স্কুলে ইতিমধ্যেই আইএসসি-র প্রশ্নপত্র এসে গিয়েছে। সেই প্রশ্নপত্র ইতিমধ্যেই সংশ্লিষ্ট স্কুলের অধ্যক্ষদের দিয়েছেন। স্কুলগুলির অধ্যক্ষেরা সেই প্রশ্নপত্র রাখবেন ব্যাঙ্কের লকারে। লকারে তাঁরা প্রশ্নপত্রের ক’টি প্যাকেট রাখছেন সেই সংক্রান্ত সব বিষয় আপলোড করতে হবে। প্রশ্নপত্র সুরক্ষিত রাখতে কিছু অতিরিক্ত সতর্কতা খুবই জরুরি এই বিষয়ে সন্দেহ নেই। কোন অধ্যক্ষ কখন আহ্বায়কের থেকে প্রশ্নপত্র পেয়েছেন, কখন সেই প্রশ্নপত্র ব্যাঙ্কের লকারে রাখা হল ছবি তুলে অ্যাপে আপলোড করলে সহজেই গলদ ধরা যাবে। ছবি তুলে অ্যাপে আপলোড করার সময়ে ছবি কোন সময়ে তোলা হয়েছে সেটাও সহজেই ধরা যাবে।

প্রসঙ্গত, গত বছর আইসিএসই-তে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে রসায়ন এবং সাইকোলজির পরীক্ষা বাতিল করা হয়। প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় ওই দুই বিষয়ের পরীক্ষা বাতিল করতে হয়। চলতি বছর তাই আগেভাগেই অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে বোর্ডের তরফে। এই বিশেষ অ্যাপ সুরক্ষার মাত্রা অনেকাংশেই বাড়াবে বলে মনে করছে শিক্ষা দফতর।

আরও পড়ুন- বিধানসভার বাজেট অধিবেশনের প্রথমদিনই পরিষদীয় দলের বৈঠক ডাকলেন মমতা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...