Thursday, August 21, 2025

কুম্ভমেলায় তথ্য ধামাচাপা দেওয়া হচ্ছে পরিকল্পনা করে, যোগী সরকারকে তোপ কুণালের  

Date:

Share post:

কুম্ভমেলায় প্রথম থেকেই অব্যবস্থা না হলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটতো না। এমনকি তথ্য গোপন করা হচ্ছে।মেলা নিয়ে কোনও পরিকল্পনা ছিল না, কিন্তু ধামা চাপা দেওয়া হচ্ছে পরিকল্পনা করে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুক্রবার সাফ জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এমনকী, এখন দেখা যাচ্ছে তার আশপাশের এলাকাতেও চূড়ান্ত অব্যবস্থা। সেখানেও কোনও সঠিক পরিকল্পনাই ছিল না, পরিকাঠামো ছিল না। অথচ হাইপ তুলে দিয়ে লোক ডেকে আনা হয়েছে।

এদিন কুণাল ফের অভিযোগ করেন, যারা নিহত হয়েছেন তাদের ডেথ সার্টিফিকেট পর্যন্ত ঠিক করে দেওয়া হয়নি। অনেকেই বলছেন যাতে ক্ষতিপূরণ না দিতে হয় সেই কারণেই এই পদক্ষেপ।আহতদের চিকিৎসার ব্যবস্থা হয়নি। মৃতদের ময়নাতদন্ত হয়নি, সাদা কাগজে চিরকুটে লিখে দেওয়া হচ্ছে। কুণাল বলেন, এখনও অনেক তথ্য সামনে আসা বাকি আছে। মৃতদের প্রতি সঠিক দায়িত্ব পালন করেনি যোগী সরকার। আহতদের প্রতিও যথাযথ দায়িত্ব পালন করা হয়নি। যারা নিখোঁজ আছেন তাদের খোঁজার জন্য নির্দিষ্ট কোনও পরিকল্পনা নেই।

গঙ্গাসাগর মেলায় আমাদের যথেষ্ট পরিকল্পনা নিয়ে করা হয়। একটি টাকাও কেন্দ্রীয় সরকার দেয় না। অথচ কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেওয়া হলো, কিন্তু কোনও পরিকল্পনা করা হলো না। অভিযোগ আসছে, মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর জন্য নানান ধরনের পথ নেওয়া হচ্ছে।তিনি বলেন, এগুলো তদন্ত হওয়া উচিত। কতজন মারা গিয়েছেন, কতজন নিখোঁজ, কত জন আহত হয়েছেন তার সটিক তথ্য সামনে আনা হোক। সব জায়গা থেকে সঠিক তদন্তের দাবি উঠে আসছে।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...