Thursday, August 21, 2025

নতুন আয়কর বিল পেশ আগামী সপ্তাহেই, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

Date:

Share post:

আগামী সপ্তাহেই সংসদে পেশ করা হবে নতুন আয়কর বিল (income tax bill)। শনিবার বাজেট পেশের সময় নতুন আয়কর বিল পেশের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন বলেন, নতুন আয়কর আইন তৈরি হলে যথেষ্ট সুরাহা পাবেন করদাতারা। বর্তমানে দেশে দুটি আয়কর কাঠামো (income tax slab) চালু রয়েছে। একটি পুরনো এবং অপরটি নতুন।

নতুন আয়কর বিল প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী (finance minister) বলেন, এই নতুন আয়কর আইনে (income tax bill) নিয়ম অনেক সহজ করা হবে। তবে দু’টি কর কাঠামো (income tax slab) রাখা হবে কি না, তা তিনি স্পষ্ট করেননি এদিন।

তাঁর ঘোষণা, নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের (standard deduction) পরিমাণ এবার ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হল। সেইসঙ্গে নতুন কর কাঠামোয় করের নয়া স্ল্যাব ঘোষণা করেন তিনি। নতুন স্ল্যাবে শূন্য থেকে চার লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোন কর দিতে হবে না। এর পর ৪ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ, ৮ থেকে ১২ লক্ষ টাকা আয়ে ১০ শতাংশ, ১২ থেকে ১৬ লক্ষ টাকা আয়ে ১৫ শতাংশ, ১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২০ শতাংশ, ২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২৫ শতাংশ এবং ২৪ লক্ষের উপরে আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ কর দিতে হবে ঘোষণা করেন নির্মলা সীতারামন। তবে ১২ লক্ষ টাকা পর্যন্ত বিভিন্নভাবে করে ছাড় দেওয়া হবে বলেও তিনি জানান। কিন্তু এই ঘোষণায় সাধারণ মানুষের কোনও লাভ হবে না। কারণ বছরে ৪ লক্ষ থেকে ১২ লক্ষ হয় সামান্য শতাংশেরই রয়েছে। আয়করে এই ছাড়ের ঘোষণা আদতে আই ওয়াশ বলে মনে করছেন বিরোধীরা।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...