Friday, January 9, 2026

রাজস্ব-ঘাটতি মেটাতে ধার বাড়াচ্ছে মোদি! উৎপাদন কোথায়, তোপ তৃণমূলের

Date:

Share post:

ধারই যেন মোদি জমানার সচল অর্থনীতি। একদিকে উৎপাদন ক্ষেত্র মোদির নিজের তৈরি করা লক্ষ্যমাত্রার ধারে কাছেও পৌঁছাতে পারলেন না নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। দেশে যখন আয় ও ব্যয়ের ফারাক ক্রমশ বেড়ে চলেছে, সেই সময় সাধারণের মন রাখতে ফের রাজস্ব ঘাটতি (fiscal deficit) কমানোর প্রতিশ্রুতি দিলেন অর্থমন্ত্রী। কিন্তু প্রশ্ন কীভাবে কমবে সেই ঘাটতি? নির্মলার উত্তর, ফের বাড়ানো হবে ধার। সেখানেই বাংলার শাসকদলের তোপ, তাহলে যে উৎপাদন (manufacturing) বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি, কোথায় গেল সেই উৎপাদন। কেন রাজস্বের ঘাটতি মেটাতে ফের বাড়ানো হচ্ছে ধারের (borrowing) পরিমাণ।

ভারতের অর্থনীতি ক্রমশ এগিয়ে যাচ্ছে। শনিবার বাজেট (Union Budget 2025-26) পেশ করতে গিয়ে প্রথমেই দেশের অর্থনীতির গুণগান গাইতে শুরু করেন নির্মলা সীতারমন। তবে গোটা বক্তৃতার শেষে গিয়ে প্রকাশ্যে আসে ভারতের অর্থনীতির আসল চেহারা, যেখানে সীতারমন বলেন ভারতের রাজস্ব ঘাটতি (fiscal deficit) ২০২৫ অর্থবর্ষে ছিল ডিজিপির (GDP) ৪.৮ শতাংশ। এই মাত্রা প্রত্যাশিত ছিল ৪.৯ শতাংশ। কার্যত ০.১ শতাংশ উন্নতির কথা শুনিয়ে পিঠ চাপড়ানি আদায় করার চেষ্টা করেন তিনি।

২০২৬ বর্ষে রাজস্বের ঘাটতি কমিয়ে ডিজিপির ৪.৪ শতাংশ করার প্রতিশ্রুতি দিলেন নির্মলা সীতারমন। তবে এই সামান্য ঘাটতি কমাতে ধারের পরিমাণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। ২০২৫ অর্থবর্ষে যেখানে ধারের (borrowing) পরিমাণ ১৪.০১ লক্ষ কোটি ছিল, সেখানে ২০২৬ অর্থবর্ষে তা বাড়িয়ে ধার নেওয়া হবে ১৪.৮২ লক্ষ কোটি।

স্বাভাবিকভাবেই সেই ধারের বোঝা দেশের মানুষের উপর চাপিয়েই ‘আচ্ছে দিন’এর বুলি আওড়াবেন মোদি-নির্মলা। সেখানেই মানুষের ভুল ভাঙলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা অর্থ উপদেষ্টা অমিত মিত্র (Amit Mitra)। তিনি স্পষ্ট তুলে ধরেন, রাজস্ব ঘাটতি (fiscal deficit) মেটাতে মোদি ধার করতে চলেছেন প্রায় ১৫ লক্ষ কোটি। যার ফলে দেশের ধারের পরিমাণ আরও বাড়বে। সবশেষে সাধারণ মানুষ ও যুব সম্প্রদায়ের জন্য এই বাজেটে কিছু নেই।

অথচ এই নরেন্দ্র মোদিই (Narendra Modi) এমন স্বপ্ন দেখিয়েছিলেন যাতে বাস্তবে হাওয়ায় কাঁচের রাজপ্রাসাদ তৈরি করেছিল ভারতের যুবসমাজ। রাজকোষের দৈন্যের তুলনায় মোদির সেই প্রতিশ্রুতি মনে করিয়ে অমিত মিত্রর প্রশ্ন, সমীক্ষা স্পষ্ট বলছে উৎপাদন কমছে। প্রশ্ন হল, উৎপাদন (manufacturing) জিডিপির মাত্র ১৫ শতাংশ। মোদি নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন উৎপাদন পৌঁছে যাবে জিডিপির ২৫ শতাংশে। কিন্তু বাজেটে কোথায় উৎপাদন বাড়ানোর কথা? যদি দেশের উৎপাদন ক্ষমতা না বাড়বে তবে স্বাভাবিকভাবেই বিকাশ (growth) থমকেই যাবে। ঠিক সেভাবেই ভারতের বিকাশ মুখ থুবড়ে পড়েছে।

spot_img

Related articles

বাস্তব থেকে একেবারে বিচ্ছিন্ন আপনি! শর্মিলাকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

এবার পথকুকুর মামলায় শর্মিলা ঠাকুরকে কড়া ভাষায় ভর্ৎসনা করলো দেশের শীর্ষ আদালত (Supreme Court)। বুধবার থেকে বিচারপতি বিক্রম...

জগন্নাথ টু শুভেন্দু টু অমিত শাহ! পেনড্রাইভ ফাঁস করে দেব, দলের সম্পত্তি নষ্ট হলে প্রতিবাদ হবেই: হুঁশিয়ারি মমতার

আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় হানার বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ মিছিল করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার,...

মাঠ পরিষ্কারের কাজ সম্পূর্ণ, আইএসএলের আগে ছন্দে ফিরবে যুবভারতী?

আইএসএলের(ISL) দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। মেসি কাণ্ডের বিশৃঙ্খার ঘটনা ভুলে ধীরে ধীরে ছন্দে ফিরছে যুবভারতী(Yubha bharati )। পুলিশের...

ধোপে টিকল না ইডি-র আবেদন: প্রধান বিচারপতি বদল করলেন না মামলার দিন-বিচারপতি

বিচারপতি মামলা নতুন দিন নির্ধারণ করে দেওয়ার পরে আবার সেই মামলার দ্রুত শুনানির আবেদন নিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ...