Friday, January 9, 2026

ক্লাসরুমে বিয়ের ঘটনায় শেষ পর্যন্ত ইস্তফা দিলেন ‘বিতর্কিত’ অধ্যাপিকা পায়েল

Date:

Share post:

ক্লাসরুমে বিয়ের ঘটনায় শেষ পর্যন্ত মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির রেজিস্ট্রারের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিলেন মনস্তত্ত্ব বিভাগের অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় (Payel Bandopadhyay)। ম্যাকাউট-এ ক্লাসরুমে বিয়ের ঘটনায় বিভাগীয় প্রধানের দাবি উড়িয়ে তদন্ত কমিটি জানায়, এটি ‘মজার নামে অসভ্যতা’। এই ঘটনার সঙ্গে প্রজেক্ট বা নাটকের কোনও সম্পর্ক নেই। অধ্যাপিকা পায়েলকে ছুটিতেই থাকার নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার নিজেই বিশ্ববিদ্যালয় ছাড়লেন অধ্যাপিকা।

ক্লাসরুমের (Classroom) ভিতরে বিয়ের আসর ‘বর’ কলেজেরই প্রথম বর্ষের ছাত্র (Student)। আর ‘কনে’ অ‌্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায়! এই চমকপ্রদ বিয়ের ভিডিও ভাইরাল হতেই তুমুল শোরগোল রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয় ‘ম্যাকাউট’-এর হরিণঘাটা ক্যাম্পাসে। ভিডিওয় যে ছাত্রকে বর রূপে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে বিভাগীয় প্রধানের বিবাহবর্হিভূত সম্পর্ক রয়েছে বলে বিশ্ববিদ‌্যালয় ক‌্যাম্পাসে কানাঘুষো। ভিডিও ভাইরাল হতে সেই আগুনে ঘি পড়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় (University) কর্তৃপক্ষ।
আরও খবর: দত্তপুকুরে দগ্ধ দেহ কার? মৃতদেহের মাথা উদ্ধারে খালে ডুবুরি নামিয়ে তল্লাশি

প্রথমে এটিকে প্রজেক্টের অংশ বলে দাবি করেন পায়েল। পরে তিনি বলেন, এটা একটা নাটকের অংশ। বিভাগীয় তদন্ত শুরু হয়। সেই কমিটি প্রাথমিক রিপোর্ট জমা দেয় ম্যাকাউট-এর উপাচার্যের কাছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, নাটকের অংশ বলে যে দাবি করেছিলেন পায়েল, সম্পূর্ণ তা খারিজ করে দেওয়া হয়েছে। এটা “মজার নামে অসভ্যতা” বলে জানায় তদন্ত কমিটি। ফলে অধ্যাপিকাকে ছুটিতেই থাকতে বলা হয়।

যদিও পায়েল বন্দ্যোপাধ্যায় (Payel Bandopadhyay) সেই সময় জানান, “আমার কাছে অফিশিয়ালি এই বিষয়ে কোনও ইনফরমেশন আসেনি। এবং আমার কাছে কোনও মেইলও আসেনি। আমাকে কোনও কিছু জানায়ওনি। যতক্ষণ অবধি অফিশিয়ালি কেউ এই জিনিসটা জানাবে না , ততক্ষণ অবধি এই বিষয়ে কোনও বক্তব্য দেওয়াটা উচিত নয়।” এবার ইস্তফা দিলেন তিনি।

spot_img

Related articles

আইপ্যাকে তল্লাশির নামে নির্বাচনী নথি চুরির প্রতিবাদে আজ রাজপথে মিছিল মমতার

পদ্মপার্টির নির্দেশে আইপ্যাক (IPAC) অফিসে ইডি হানা ও তল্লাশির নামে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী নথি চুরির প্রতিবাদে শুক্রবার পথে...

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...