ফের বিপাকে আরজি করের (RG Kar) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।আগেই নিম্ন আদালত নির্দেশ দিয়েছিল সাতদিনের মধ্যে ট্রায়াল শুরুর। সেই নির্দেশ পুর্নবিবেচনার জন্য বুধবার হাইকোর্টে ফের আবেদন করেন সন্দীপ ঘোষ। ট্রায়ালের জন্য সময় বাড়ানোর আবেদন করেন তার আইনজীবী। আদালতে তিনি দাবি করেন, প্রায় ১৫ হাজার পাতার নথি দিয়েছে সিবিআই।সেই নথি এখনও খতিয়ে দেখার সুযোগ হয়নি। তাই আগের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনা করা হোক। এ দিকে, সন্দীপের এই আবেদনে রীতিমতো ক্ষুব্ধ হন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, সন্দীপ ঘোষ এই নিয়ে দু’বার একই আবেদন করলেন। কেন একই আবেদন। আমি জেনে বুঝে নির্দেশ দিয়েছি। ওই নির্দেশ কোনও পরিবর্তন হবে না। বরং নিম্ন আদালতে গিয়ে তিনি বিচারে সহযোগিতা করুন।

প্রসঙ্গত, মঙ্গলবার দুর্নীতির মামলা থেকে অব্যহতি চেয়ে আদালতে আবেদন জানান আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি ছাড়াও বিপ্লব সিং এবং আফসার আলিও এদিন একই আবেদন জানান। এর আগে তিলোত্তমা ধর্ষণ খুনের মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি। এবার এই মামলাতেও অব্যাহতি প্রার্থনা করেন। মঙ্গলবার আলিপুর বিশেষ আদালতের বিচারক স্পষ্ট করে দেন, বুধবার এই মামলার চার্জ গঠন হবে। তাই যারা অব্যাহতি চান, তারা আবেদন করতে পারবেন। বিচারকের এই মন্তব্যের পর সন্দীপ ঘোষ-সহ পাঁচ জন অ্যাবহতি চান। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় অব্যাহতি পাননি সন্দীপ ঘোষ(sandeep ghosh)। শুধু তাই নয়, অভিযুক্তরা চার্জ গঠনের জন্য অতিরিক্ত সময় চাইলেও তা খারিজ করে দেয় আদালত।

–

–

–

–

–

–

–

–

–

–
