Saturday, December 27, 2025

শুটিং চলছে: দাবি ফেডারেশনের, সভাপতিকে আলোচনায় চান পরিচালকরা

Date:

Share post:

শুটিং বন্ধ নেই টলিপাড়ায়। টেকনিশিয়ান থেকে ইন্দ্রপুরী- বুধবার রাত পর্যন্ত শুটিং হয়েছে সব জায়গাতেই। শুধুমাত্র সৃজিত রায়ের ধারাবাহিকের সেট নিয়ে সমস্যার জেরেই বন্ধ রয়েছে কাজ। এই নিয়ে পরিচালক এবং ফেডারেশনের মধ্যে দড়ি টানাটানি অব্যাহত। পরিচালক সৃজিৎ রায়ের ধারাবাহিকের সেট তৈরি না করে নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে বলে ডিরেক্টররা দাবি করছেন তার ভিত্তিতে বুধবার সন্ধেবেলা ডিরেক্টরস গিল্ডের একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, অভিনেতা জয়দীপ মুখোপাধ্যায়, পরিচালক সৃজিৎ রায় গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায় সহ অনান্য পরিচালক-সদস্যরা।

এদিকে ফেডারেশনের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোথাও শুটিং আটকে নেই। বুধবার রাত পর্যন্ত টেকনিশিয়ান স্টুডিও, এনটি ওয়ান স্টুডিও, ইন্দ্রপুরী স্টুডিও সহ কলকাতার সবকটি স্টুডিওতে শুটিং হচ্ছে। সেখানে দাঁড়িয়ে পরিচালক সৃজিৎ রায়ের ধারাবাহিকের শুটিং বন্ধের যে কথা বলা হচ্ছে আসলে শুটিং তো শুরুই হয়নি। সেট তৈরি নিয়ে একটা সমস্যা হচ্ছিল। কিন্তু ডিরেক্টরস গিল্ড এবার কার্যত হুঁশিয়ারি দিল, যে ফেডারেশনকে এবং প্রযোজক ব্রডকাস্টারদের এসে বৃহস্পতিবার সন্ধে ৭টার মধ্যে এসে তাদের সঙ্গে কথা বলতে হবে এবং এই সমস্যার সমাধান করতে হবে, তা না হলে তারা বড় পদক্ষেপ করতে পারেন। সম্পাদক সুদেষ্ণা রায় থেকে অনির্বাণদের কথার মধ্যে এটা স্পষ্ট যে, ডিরেক্টররা কাজ ছেড়ে দেওয়া বা কর্মবিরতির পথে হাঁটতে পারেন। সেখানে ডিরেক্টর ছাড়া কি আদৌ কাজ করা সম্ভব? এই একটা আশঙ্কা তুলে দিয়ে তারা ফেডারেশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এদিন সন্ধেবেলাতেও তাঁরা কোনও সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। তাঁরা আরও একটা দিন সময় নিয়েছেন। বৃহস্পতিবার পরিস্থিতি কী দাঁড়ায় সেইদিকে নজর থাকবে সকলের।

আরও পড়ুন- যোগেশচন্দ্র চৌধুরী কলেজে এবার প্রাক্তনীদের প্রবেশে নির্দিষ্ট গাইডলাইন তৈরির নির্দেশ কলকাতা হাইকোর্টর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

গুরু গোবিন্দ সিংয়ের প্রকাশ পুরবে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

শ্রী গুরু গোবিন্দ সিং জীর প্রকাশ পুরবে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন,"জো বোলে সো...

নোংরামি: ম্যানিপুলেট করে রেটিং বাড়ানো! নাম না করে টলিউডের ‘সুপারস্টার’কে ধুয়ে দিলেন রানা

নাম না করে টলিউডের 'সুপারস্টার'কে ধুয়ে দিলেন প্রযোজক রানা সরকার (Rana Sarkar)। একসময় যাঁর সঙ্গে তাঁর সবচেয়ে ঘনিষ্ঠতা...

পরচুলা নিয়ে ঝামেলার জের, ‘দৃশ্যম ৩’- তে অক্ষয় খান্নাকে নিয়ে ধোঁয়াশা!

প্রথম দুই সিনেমায় বিজয় সালগাঁওকার অধরা, তৃতীয় দফায় কি সব রহস্য ফাঁস হবে? ‘দৃশ্যম ৩’-র (Drishyam 3) ঘোষণা...

‘জনগণমন’ প্রথম গাওয়া হয়েছিল আজকের দিনে, জাতীয় সংগীতকে স্মরণ অভিষেকের

জাতীয় সঙ্গীত হিসেবে রচিত হওয়ার অনেক আগেই 'জনগণ মন অধিনায়ক জয় হে' গানটি রচিত হয়েছিল। কবিগুরুর সেই অমর...