Sunday, January 11, 2026

ঘরের মাঠে পাঞ্জাবকে উড়িয়ে কী বললেন মোলিনা?

Date:

Share post:

গতকাল ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয় পায় মোহনবাগান সুপার জায়ান্ট। এই জয়ের ফলে আইএসএল প্লে অফে জায়গা পাকা করে ফেলল জোসে মোলিনা দল। এছাড়াও লিগ শিল্ড জয়ের রাস্তা আরো পাঁকা করে ফেলল সবুজ-মেরুন। আর দলের এই সাফল্যে খুশি বাগান কোচ । বললেন, খেলোয়াড়দের পরিশ্রম—সাফল্যের এটাই রহস্য।

এদিন ম্যাচের পর মোলিনা বলেন, “খেলোয়াড়দের পরিশ্রম—সাফল্যের এটাই রহস্য। প্রত্যেকের পরিশ্রম, স্টাফ, কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, ম্যানেজমেন্ট, মালিক, সবাই দলকে সাহায্য করছে। সবাই একই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আর শেষে ফুটবলাররা দুর্দান্ত খেলেছে। গোলের সামনে সফল হচ্ছে। আমাদের গোলপোস্ট রক্ষা করছে, ক্লিন শিট বজায় রাখছে। অন্য কোনও গোপন রহস্য নেই। এটা সবার একসঙ্গে করা কঠোর পরিশ্রমের ফল।” এখানেই না থেমে দলের প্রশংসা করে মোলিনা বলেন, “ভাল ও প্রতিভাবান খেলোয়াড় ছাড়া কোনও দলই কিছু করতে পারে না। একটি দুর্দান্ত দল গড়তে হলে প্রতিভাবান খেলোয়াড়দের প্রয়োজন। এমন খেলোয়াড়দের দরকার, যাদের ফুটবলের সব দিকেই দক্ষতা রয়েছে। কারণ, অনেক সময় মানুষ ভাবে, দক্ষতা মানেই শুধু বল দখলে রাখা, ভাল পাস দেওয়া, দুর্দান্ত গোল করা, ট্যাকল করা, ড্রিবলিং করা। এগুলো অবশ্যই দক্ষতা, এতে কোনও সন্দেহ নেই। কিন্তু ভালভাবে ডিফেন্স করা, প্রতিপক্ষের আক্রমণের বিরুদ্ধে আগ্রাসী হওয়া, বক্সের ভিতর ভাল মার্কিং করা এসবও দক্ষতা। আর আমার দলের খেলোয়াড়দের এই ধরনের দক্ষতা রয়েছে। আক্রমণে, রক্ষণে, ফুটবলের প্রতিটি বিভাগে তারা দক্ষ। আর এটাই আমার দল।”

২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবলের শীর্ষে রয়েছে সবুজ-মেরুন বাহিনী। লিগে চার ম্যাচ বাকি থাকতেই প্লে-অফে যোগ্যতা অর্জন করে ফেলল মোহনবাগান। এবার তাদের সামনে লিগ শিল্ড, যা আর সাত পয়েন্ট পেলেই জিতবে সবজ-মেরুন। যদিও এই ভাবছেন না মোলিনা। এই নিয়ে কোচ বলেন, “আমি ঠিক জানি না প্রতিদ্বন্দ্বী দলগুলো কত পয়েন্টে পৌঁছতে পারে, তবে নিশ্চয়ই তা ৪৬-এর বেশি। আমরা খুশি। আমরা সুবিধাজনক জায়গায় আছি। আমরা দেখব বাকি ম্যাচগুলোতে কী ঘটে। যা ঘটবে, তা ঘটবে। আমরা সব সময় নিজেদের এবং আমাদের ম্যাচগুলোর ওপরই মনোনিবেশ করি।”

আরও পড়ুন- আজ থেকে শুরু ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ, নামছেন বিরাট-রোহিত

spot_img

Related articles

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...

রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

রবিবার সকালে মিলল সুখবর, মা হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। কীর্তন শিল্পী ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty)...

ভেনেজুয়েলার পর সিরিয়া, আকাশপথে হামলা আমেরিকার!

সিরিয়া (Syria) জুড়ে আইএসকে (IS) লক্ষ্য করে মার্কিন সেনার হামলা। মুহুর্মুহু গোলাবর্ষণ অন্তত ৩৫টি নিশানায়। মার্কিন সেন্টার কমান্ডোর...

‘আত্মহত্যার নাটক’ করেছিলেন দেবলীনা! নেটপাড়ার রোষানলে পড়তেই হাসপাতাল থেকে জবাব গায়িকার

৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার খবর থেকে, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে যেকোনও একটাকে বেছে নিতে না পারার জন্য...