Thursday, August 21, 2025

অনুব্রত মণ্ডলের ২৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের!

Date:

Share post:

বীরভূমের নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রায় ২৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। জামিনের পাঁচ মাস পর হঠাৎ করে অনুব্রতর অ্যাকাউন্টে ইডির নজর কি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, প্রশ্ন উঠতে শুরু করেছে। গরুপাচার মামলার শুনানি চলাকালীন তদন্তকারী সংস্থা অভিযুক্তের অনুব্রত এবং তাঁর মেয়ে সুকন্যার সম্পত্তি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল। তাঁদের ঘনিষ্ঠদের মোট ৩৬টি অ্যাকাউন্টও এজেন্সি হেফাজতে নিয়েছে বলেও জানা গেছে। ED সূত্রে খবর, বীরভূমের নেতার মালিকানাধীন বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টসহ মোট ২৫ কোটি ৮৬ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও এই নিয়ে অনুব্রতর তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

২০২২ সালের ১১ অগাস্ট মাসে গরু পাচার মামলায় বীরভূমের নিচু পট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল CBI। এই মামলায় পরে তাঁকে হেফাজতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১৮ মাস জেলবন্দি থাকতে হয় অনুব্রতকে। অথচ গরু পাচারের সিন্ডিকেটের মাধ্যমে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকেছে, এরকম কোনও নথি ইডি আদালতের সামনে হাজির করতে পারেনি। ফলে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জামিন পান তিনি। পাঁচ মাস কেটে যাওয়ার পর হঠাৎ করে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তায় রাজনৈতিক প্রতিহিংসার আঁচ করছেন অনেকেই। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে ফের ইডি, সিবিআই- এর মতো কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগাতে চাইছে বিজেপি, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...