Friday, November 14, 2025

স্বাস্থ্য পরিষেবার আরও উন্নয়নে হবে PHA-র জেলাভিত্তিক কমিটি: ঘোষণা সভাপতি শশীর

Date:

Share post:

প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (পিএইচএ) প্রথম এগজিকিউটিভ কমিটির সভা হল শনিবার। বিনানি ধর্মশালার ওই সভায় একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুত জেলাভিত্তিক কমিটি তৈরিতে জোর দিচ্ছে পিএইচএ।

শনিবারের সভায় অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ডেন্টাল, প্যারামেডিক্যাল, নার্সদের থেকে অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার জন্য প্রচুর আবেদন এসেছে। পিএইচএ সিদ্ধান্ত নিয়েছে, জেলাভিত্তিক কমিটি তৈরির পর সমস্ত শাখা থেকে ৪ জন করে নাম চূড়ান্ত করা হবে। দলের শীর্ষ নেতৃত্বের কাছে সেই নাম পৌঁছবে। অনুমোদনসাপেক্ষে তা চূড়ান্ত করা হবে। একইসঙ্গে এই সভায় শপথ নেওয়া হয়েছে রাজ্যের যেসব সরকারি হাসপাতালে ডাক্তাররা নিজেদের ডিউটি আওয়ার্সে ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন, তাঁদের নাম স্বাস্থ্য ভবনে পাঠানো হবে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।

বেশ কিছুদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদ যারা করে তাদের বাছাই করে ফেল করিয়ে দেওয়ার নামে ভয় দেখানো হচ্ছে। এই ধরনের অভিযোগ এলে দ্রুত সংশ্লিষ্ট হাসপাতালে ভিজিট চালাবেন পিএইচএ সদস্যরা। জেলা কমিটিও সরকারি হাসপাতালগুলিতে ভিজিট করবে। এই সভাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিএচএ-র বর্ধিত রাজ্য কমিটি গঠন করা হবে। সংগঠনের সভাপতি ডাঃ শশী পাঁজা বলেন, ৪৫ জন সদস্য নিয়ে ২৭ জানুয়ারি পিএইচএ তৈরি হয়েছিল। চিকিৎসা ক্ষেত্রের সব বিভাগের প্রতিনিধিত্ব আছে সংগঠনে। ইতিমধ্যেই পিএইচএ একটা আলোড়ন তৈরি করতে পেরেছে। এক্সিকিউটিভ কমিটি জেলাস্তরেও পৌঁছে গিয়েছে। আমাদের লক্ষ্য স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য উন্নয়নে জোরদার কাজ করা।

মন্ত্রী আরও বলেন, অনেক সময় দেখা যায় জেলায় চিকিৎসকরা সঠিকভাবে পরিষেবা দিচ্ছেন না। কলকাতায় চলে আসছেন। এতে সরকারের বদনাম হচ্ছে। এই ঘটনাগুলিতে বেশ কিছু হাসপাতাল ও চিকিৎসকের নাম উঠে এসেছে। আমরা সেদিকে লক্ষ্য রাখছি। কোনও অবস্থাতেই সরকার স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জায়গায় ধর্মঘট বরদাস্ত করবে না। মন্ত্রীর সংযোজন, মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্যসাথী প্রকল্প এবং একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছেন, সেখানে সরকারকে বদনাম করার জন্য ধর্মঘট করতে দেওয়া হবে না। স্বাস্থ্য পরিষেবার ক্ষতি হলে পিএইচএ চুপ করে বসে থাকবে না। যাঁরা স্বাস্থ্য ক্ষেত্রে রাজনীতি করছেন তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- BGBS থেকে আসা বিনিয়োগের প্রস্তাবগুলি দ্রুত রূপায়নে কমিটি গড়ল রাজ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...