Sunday, May 4, 2025

মাহুতের শেষ মুহূর্তে হাসপাতালে পৌঁছে গেল হাতি, ভাইরাল ভিডিও!

Date:

Share post:

হাতিরা যতটা বুদ্ধিমান, ততটাই আবেগপ্রবণ প্রাণী। জীবনের শেষ পর্যন্ত নিজের মাহুতের সঙ্গেই থাকে পোষ্য হাতিরা। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় এমনই একটি হাতির ভিডিও সামনে এসেছে, যেখানে হাতি এবং মাহুতের মধ্যে মানসিক বন্ধন ভাইরাল।যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

যখন একটি হাতি তার বৃদ্ধ মাহুতকে দেখতে হাসপাতালে পৌঁছোয়, সেই করুণ মুহূর্তের ভিডিও এটি। ভিডিওর প্রথমেই দেখা গিয়েছে, হাঁটু গেড়ে হাসপাতালের ঘরে প্রবেশ করে হাতিটি। হাসপাতালের বিছানায় শেষ নিঃশ্বাস নেওয়া বৃদ্ধ মাহুতের সঙ্গে দেখা করতেই হাসপাতালের সেই ওয়ার্ডে পৌঁছে যায় হাতিটি। হাসপাতালের ঘরের দরজা ছোট, তাই হাতিটি সরাসরি ভেতরে প্রবেশ করতে পারত না। তাই সে হাঁটু গেড়ে বসে বসে ঘরের ভিতরে চলে যায়। পৌঁছোনোর পর মাহুতের কাছে গিয়ে বসে। তারপরের মুহূর্তটি ছিল আবেগপ্রবণ। নিজের শুঁড় দিয়ে মাহুতের শরীর স্পর্শ করছিল সে। আর তা দেখেই ঘটনাস্থলে উপস্থিত সকলেরই চোখ ভিজে ওঠে।হাসপাতালের ওয়ার্ডে দাঁড়িয়ে মাহুতের পরিবারের সদস্যরা হাতির শুঁড়ের উপর মাহুতের হাত রাখেন। হাতিটি তার বৃদ্ধ মাহুতকে স্নেহের সঙ্গে আদর করে।

শুধু তাই নয়, হাতিটি তার শুঁড় দিয়ে মাহুতের শরীর ঢেকে রাখা চাদরটিও খুলে ফেলে। এর পর সে সেখানে বসে।হাতি বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে একটি। হাতিরা তাদের চমৎকার স্মৃতিশক্তির জন্যই পরিচিত। হাতিরা মুখ এবং তাদের সঙ্গে কীভাবে আচরণ করা হয়েছে তা মনে রাখতে পারে।

আর, মাহুত এবং হাতির মধ্যে সম্পর্কটিও খুবই বিশেষ। তারা হাতির যত্ন নেয়, তাদের প্রশিক্ষণ দেয়। হাতিরা মাহুতের কথা শোনে এবং আদেশ পালন করে। আর তাই মাহুতের শেষ দিনে কৃতজ্ঞ হাতির এই আচরণ অবাক করেনি কারোকেই।

 

 

spot_img
spot_img

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...