Thursday, July 3, 2025

কতটা ফিট বুমরাহ, পারবেন খেলতে চ্যাম্পিয়ন্স ট্রফি ? মুখ খুললেন জাদেজা

Date:

Share post:

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন যশপ্রীত বুমরাহ? এই প্রশ্নটাই ঘুরে বেরাচ্ছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কারণ বর্ডার-গাভাস্কর ট্রফির সিডনি টেস্টে চোটের কারণে খেলতে পারেনি ভারতীয় পেসার। মাঠ ছাড়তে হয় তাঁকে। এমনকি নেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও। এরপরই প্রশ্ন উঠছে বুমরাহর খেলা নিয়ে। জানা যাচ্ছে এই মুহুর্তে এনসিএতে রয়েছেন বুমরাহ। আর এবার বুমরাহকে নিয়ে মুখ খুল দলের সতীর্থ রবীন্দ্র জাদেজা।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচের জয়ের পর, জাড্ডুর কাছে বুমরাহের ফিটনেসের ব্যাপারে জানতে চাওয়া হয়। এর উত্তরে জাদেজা বলেন, ‘‘এটা আমার বিষয় নয়। মেডিক্যাল টিমের কাজ। ওরাই দেখছে। আশা করব, বুমরাহ দ্রুত ফিট হয়ে উঠবে। বুমরাহ খেললে নিশ্চিত ভাবে আমাদের শক্তি অনেক বাড়বে। শুধু দলের জন্য নয় গোটা দেশের জন্যই খুব ভাল হবে।“

সূত্রের খবর, ফিট হওয়ার পথে যশপ্রীত বুমরাহ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, দুয়েক দিনের মধ্যেই বল করা শুরু করতে পারেন ভারতীয় পেসার। এমনকি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করতে চলেছেন বুমরাহ। এনসিএ-তে বুমরাহর বিভিন্ন শারীরিক পরীক্ষা হয়। জানা যাচ্ছে, রিহ্যাব শুরু করতে চলেছেন তিনি। এছাড়া আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে জিমে অনুশীলন ছাড়াও হালকা বোলিংও করতে পারেন বুমরাহ।

এদিকে গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে বল হাতে দাপট দেখান জাদেজা। নেন তিন উইকেট। দলের হয়ে এমন পারফরম্যান্স করতে উচ্ছ্বসিত জাড্ডু। তিনি বলেন, “ খুব ভালো লাগছে। বিশেষ করে ২০২৩-র বিশ্বকাপের পর এত ভালো পারফর্ম করে। ওয়ানডে ফরম্যাটে দ্রুত পরিস্থিতি বুঝে নিতে হয়। কিন্তু আমি মনে করি, ঘরোয়া ক্রিকেটে খেলা আমাকে খুব সাহায্য করেছে। ওই ম্যাচগুলোতে আমি ৩০ ওভারের বেশি বল করেছি। যা আমাকে ছন্দ ফিরে পেতে সাহায্য করেছে। যেহেতু মাঝে খুব বেশি বিরতি ছিল না, তাই ছন্দটা ধরে রাখতে পেরেছি।“

আরও পড়ুন- বরাবাটি স্টেডিয়ামে আলো নিভে যাওয়া নিয়ে মুখ খুলল ওড়িশা ক্রিকেট সংস্থা

 

 

 

 

spot_img

Related articles

মাঝ আকাশে খসে পড়ল জানলার ফ্রেম, স্পাইসজেটের দাবি—“নেই কোনও ঝুঁকি”

আকাশে ওড়ার মাঝপথে হঠাৎই খুলে পড়ল জানলার একটি ফ্রেম! ঘটনাটি ঘটেছে স্পাইসজেটের (Spicejet) Q400 গোয়া থেকে পুনে যাওয়ার...

পুনেতে ধর্ষণ করে ‘সেলফি’ ডেলিভারি বয়ের, উচ্চবিত্ত আবাসনেও নেই নিরাপত্তা!

নিরাপত্তার বেষ্টনী টপকে পুনে শহরের উচ্চবিত্ত নামকরা আবাসনে ধর্ষণের (Rape in Pune) ঘটনা! ফ্ল্যাটে ঢুকে ২২ বছরের তরুণীকে...

কাকার সঙ্গে প্রেম! সুপারি কিলার দিয়ে স্বামীকে ‘খুন’ নববধূর

কাকার সঙ্গে প্রেম! যার জেরে বিয়ের ৪৫ দিনের মাথায় ভাড়াটে খুনি (Contract killer) লাগিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠল...

স্যোশাল মিডিয়ায় উস্কানি-ক্রমবর্ধমান সাইবার ক্রাইম রোধে কঠোর আইন প্রণয়নের দাবিতে শাহকে চিঠি মমতার

সোশ্যাল মিডিয়া উসকানিমূলক পোস্ট এবং ক্রমবর্ধমান সাইবার অপরাধ (Cyber Crime) রুখতে কেন্দ্রের কাছে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে...