Saturday, May 3, 2025

দিল্লিতে পরাজয়, পঞ্জাবে ঘর ভাঙতে চাইছে বিজেপি: সতর্ক আপের বিশেষ বৈঠক

Date:

Share post:

দল ভাঙার খেলায় সিদ্ধহস্ত বিজেপি। দিল্লি নির্বাচনেও (Delhi Assembly Election) পড়েছে তার প্রভাব। দলবদলু কংগ্রেস-আপ বিধায়ক মন্ত্রীরা বিজেপির জয়ের অন্যতম কারিগরও হয়েছেন। ঠিক এটাই নির্বাচনের আগে বারবার সতর্ক করেছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশি (Atishi Marlena)। দিল্লির পরে এবার পঞ্জাবেও (Punjab) একই খেলা খেলার চেষ্টায় বিজেপি। তাই সতর্ক আপ আগে থেকেই শাসকদল আপের শক্তি যাচাইয়ে বৈঠক ডাকল দিল্লিতে।

অপারেশন লোটাসের (operation lotus) ছকে এবার পঞ্জাবের আপ (AAP) সরকারকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি, এই চক্রান্তের আভাস মেলার পরেই তড়িঘড়ি পঞ্জাবের (Punjab) বিধায়কদের দিল্লিতে তলব করে জরুরি বৈঠক ডেকেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)৷ মঙ্গলবার দিল্লিতে আয়োজিত হবে এই বৈঠক, যেখানে পাঞ্জাবের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন অরবিন্দ কেজরিওয়াল, সোমবার দাবি জানানো হয়েছে আপ শিবির সূত্রে৷

তাত্‍পর্যপূর্ণ, ৬ ফেব্রুয়ারি পঞ্জাব মন্ত্রিসভার বৈঠক স্থগিত করে দেওয়া হয়েছিল দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলের কারণ দেখিয়ে৷  অনেকেই ভেবেছিলেন, মঙ্গলবার হতে পারে পঞ্জাবের মন্ত্রিসভার বৈঠক৷  এই বৈঠকের পরিবর্তে যেভাবে তড়িঘড়ি পঞ্জাবের দলীয় বিধায়কদের দিল্লিতে বিশেষ বৈঠকে তলব করেছেন কেজরিওয়াল, তার পরে আম আদমি পার্টির (AAP) শীর্ষ নেতৃত্বের সক্রিয়তা স্পষ্ট বোঝা যাচ্ছে৷

আপ শিবির তো বটেই কংগ্রেসের (Congress) তরফেও দাবি জানানো হয়েছে, পঞ্জাবে বিজেপি অপারেশন লোটাস (operation lotus) চালাতে পারে বলে৷ ৩৫ জন বিধায়ক বিজেপি শিবিরে যোগ দিতে পারেন বলে অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ সুখজিন্দর সিং রণধাওয়া৷ তাঁর দাবিকে আদৌ খাটো করে দেখছে না আপ শিবির৷ এর আগে মধ্যপ্রদেশ, অসম, গোয়ার মত রাজ্যেও অপারেশন লোটাসের ছকে ক্ষমতা দখল করেছে বিজেপি (BJP)৷  সেকথা মাথায় রেখেই এবার পঞ্জাব বাঁচানোর লক্ষ্যে মরিয়া হয়ে উঠেছে আপ নেতৃত্ব, দাবি দলীয় সূত্রের৷

spot_img
spot_img

Related articles

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...