ফের রক্তক্ষরণ শেয়ার মার্কেটে। ট্রাম্পের ইস্পাত-অ্যালুমিনিয়াম পণ্যের উপরে ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপানোর পরেই হু হু করে পয়েন্ট পড়তে শুরু করেছে দালাল স্ট্রিটে। মঙ্গলবার দুপুরে ১১০০ পয়েন্টেরও বেশি পড়েছে সেনসেক্সের সূচক। এর জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে বিনিয়োগকারীদের।

মঙ্গলবার দুপুর সোয়া একটা নাগাদ ১২০০ পয়েন্টেরও বেশি নীচে নেমে যায় সেনসেক্সের সূচক। গতকালের তুলনায় সূচক কমে ১.৬১ শতাংশ। এর জেরে ৭.৬৮ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। ৩০০ পয়েন্ট পতন হয়েছে নিফটিতেও। গত ৫ দিন ধরে টানা লোকসানের শিকার হয়েছে ভারতের শেয়ার মার্কেট।
আজ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কেফিন টেক (১১৯.০৫ টাকা বা ১০.৩২%), এইচবিএল ইঞ্জিনিয়ারিং (৪৬.৮০ টাকা বা ৮.৮৫%), এলিকন ইঞ্জিনিয়ারিং (৪৩.০৫ টাকা বা ৮.৪৯%), গডফ্রে ফিলিপস (৪৫৫ টাকা বা ৮.১৫%), উনো মিন্ডা লিমিটেড (৮৬.৬ টাকা বা ৮.০৭ %)।

আরও পড়ুন-কৃষকের সার নিয়েও মিথ্যা তথ্য! কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের পর্দাফাঁস কীর্তি আজাদের

–

–

–

–

–

–

–

–

–
