Tuesday, November 25, 2025

বড় ধাক্কা ভারতীয় শিবিরে, চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন বুমরাহ

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন ভারতীয় তারকা বোলার যশপ্রীত বুমরাহ। বুমরাহর জায়গায় দলে হর্ষিত রানা । এদিন এমন্টাই জানান হল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। দলে নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকেও। বাদ পড়েছেন যশস্বী জসওয়ালও।

এদিন বোর্ডের তরফে বলা হয়, চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরাহ। বুমরাহর জায়গায় দলে হর্ষিত রানা।

বর্ডার-গাভাস্কর ট্রফির সিডনি টেস্টে চোটের কারণে মাঠ ছাড়েন বুমরাহ। তারপর আর মাঠে নামেননি ভারতীয় তারকা পেসার। এই মুহুর্তে এনসিএতে রয়েছেন তিনি। সেখানেই চিকিৎসা চলছে বুমরাহর। সূত্রের খবর, শেষ মুহুর্ত পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড চেষ্টা করেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহকে খেলানোর। বুমরাহর খেলার ১ শতাংশ সম্ভাবনাও থাকলেও তাহলে তাঁকে প্রতিযোগিতায় নিয়ে যাওয়া হত। কিন্তু শেষমেষ হল না। চোটের জন্য ছিটকে যেরে হল বুমরাহকে। আর তাঁর জায়গায় দলে ধুকলেন হর্ষিত । ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় বুমরাহের পরিবর্ত হিসাবে খেলছেন হর্ষিত।

এদিকে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, সাবস্টিটিউট হিসেবে যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ এবং শিবম দুবে থাকছেন। তবে তাঁরা ভারতের মূল দলের সঙ্গে দুবাইয়ে যাবেন না। প্রয়োজন হলে তাঁদের দুবাইয়ে পাঠানো হবে।

এক নজরে ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা এবং বরুণ চক্রবর্তী।

আরও পড়ুন- হকি বেঙ্গল এবং শ্রাচী স্পোর্টস এর উদ্যোগে পালন করা হল গুরবক্স সিং এর ৯০তম জন্মদিন , বিশেষ সম্মান শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্সদের

spot_img

Related articles

বিয়ের দুয়ারে এসে বিচ্ছেদের সংকেত! স্মৃতি-পলাশের সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে

রূপকথার বিয়ে বাড়িতে বিষাদের ছোঁয়া লেগেছিল আগেই। কিন্তু সময় যত এগোচ্ছে এক বিরাট ভাঙনের ইঙ্গিত দিচ্ছে। বাবার অসুস্থতার...

অযোধ্যার মন্দিরে ধ্বজা উত্তোলন, রাম রাজনীতিতে নজর ঘোরানোর চেষ্টা মোদির

ভোট বাক্স ভরাতে এক বছর আগে অসম্পূর্ণ রাম মন্দির (Ram Mandir, Ayodhya) উদ্বোধন করেছিলেন, এবার ধ্বজা উত্তোলনের মধ্যে...

হেলিকপ্টারে সমস্যা! পিছল মমতার সভা-পদযাত্রার সময়সূচি

হেলিকপ্টারে (Helicopter) সমস্যায় পিছল মুখ্যমন্ত্রীর পদযাত্রা ও সভার সময়। অপরিকল্পিতভাবে চালু করা নির্বাচন কমিশনের (ECI) স্পেশাল ইনটেনসিভ রিভিশনের...

সরকারের উদ্দেশে চিঠি দিয়ে অভিযান বন্ধ রাখার আবেদন মাওবাদী নেতৃত্বের

আত্মসমর্পণের সুযোগ করে দেওয়ার ফলে আপাতত তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মাওবাদীদের বিরুদ্ধে অভিযান স্থগিত রাখার আবেদন জানালেন মাওবাদী (Communist...