মেঘ-কুয়াশায় বুধের সকালে দক্ষিণবঙ্গে বাড়লো তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) সূত্রে খবর, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। তবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। শুক্রবার থেকে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা রয়েছে। যদিও তাতে শীত ফিরবে না দক্ষিণবঙ্গে (South Bengal Weather)।

দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস না দিলেও আগামী ৪৮ ঘণ্টায় উত্তরের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। শৈল শহরে তুষারপাত হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস (১১০ মিলিমিটার পর্যন্ত) অরুণাচল প্রদেশে (Rain forecast in Arunachal)। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং বিহারে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

–

–
–

–

–

–

–

–

–

–