Monday, January 12, 2026

আশালঙ্কার ব্যাটিং ঝড়-থিকশানার ঘূর্ণিতে মুখ থুবড়ে পড়ল অস্ট্রেলিয়া

Date:

Share post:

গলে অনুষ্ঠিত দুই টেস্টেই অস্ট্রেলিয়ার কাছে খুব খারাপভাবে হেরেছে শ্রীলঙ্কা। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুতেই অস্ট্রেলিয়াকে দাঁড়াতে দিল না লঙ্কান ক্রিকেটাররা। বিশেষ করে অধিনায়ক চারিথ আশালঙ্কা এবং স্পিনার মহেশ থিকসানার কাছে মুখ থুবড়ে পড়ল অস্ট্রেলিয়া।আশালঙ্কার দুর্দান্ত সেঞ্চুরির পর বল হাতে মায়াবি ঘূর্ণির জাল তৈরি করেন মহেশ থিকসানা। তাতে প্রথম ওয়ানডেতে ৪৯ রানের ব্যবধানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েছে শ্রীলঙ্কা।

চারিথ আশালঙ্কার ১২১ রান সত্ত্বেও শ্রীলঙ্কার দলীয় মোট স্কোর ছিল ২১৪ রানের। এই রানও টপকাতে পারল না অস্ট্রেলিয়া। একের পর এক উইকেট হারিয়ে ৩৩.৫ ওভারেই ১৬৫ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। শুরু থেকেই অসি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। তবে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে একাই ঝড় তোলেন অধিনায়ক চারিথ আশালঙ্কা। ১২৬ বলে ১২৭ রানের ইনিংস খেলেন তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন দুনিথ ভেল্লালাগে। ১৯ রান করেন কুশল মেন্ডিস। বাকি ব্যাটাররা দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ান বোলারদের সামনে। শেষ পর্যন্ত ৪৬ ওভারে ২১৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

সিন অ্যাবট নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন স্পেন্সার জনসন, অ্যারোন হার্ডি ও নাথান এলিস। অন্যটি নেন ম্যাথিউ শট।জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়াও। ৩৮ বলে সর্বোচ্চ ৪১ রান করেন অ্যালেক্স ক্যারে। ৩২ রান করেন অ্যারোন হার্ডি। ২০ রান করে নেন সিন অ্যাবট ও অ্যাডাম জাম্পা। মহেশ থিকসানা ৪ উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো ও দুনিথ ভেল্লালাগে। ১টি করে উইকেট নেন ওয়ানিদু হাসারাঙা ও চারিথ আশালঙ্কা।লোয়ার মিডল ও লোয়ার অর্ডারের তিন ব্যাটসম্যান অ্যারন হার্ডি, সিন অ্যাবট ও অ্যাডাম জাম্পা যথাসাধ্য চেষ্টা করলেও শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছেন। ৪০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার লঙ্কান স্পিনার থিকশানা। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে আয়োজিত এই সিরিজে অস্ট্রেলিয়াই এখন পিছিয়ে। সেটাও শ্রীলঙ্কার বিপক্ষে, যারা চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি!

 

 

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...