বুধবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পুলিশের পুলিশ সুপার আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠক সারলেন রাজ্য পুলিশের এসটিএফের এডিজি বিনীত গোয়েল। এদিন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সভাকক্ষে আইজি (এডিজি) নর্থ বেঙ্গল রাজেশ কুমার যাদব, শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর, এসটিএফের আইজি গৌরব শর্মা, জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি নিম্বলকর সান্তোষ উত্তমরাও, ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর, ডিসিপি রাকেশ সিং, রেলের SRP কুনওয়ার ভূষণ সিং, STF SP অপরাজিতা রায় সহ একাধিক পুলিশের আধিকারিকেরা উপিস্থিত ছিলেন। এছাড়াও জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, রায়গঞ্জ জেলার একাধিক পুলিস আধিকারিকেরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গিয়েছে,মূলত উত্তরবঙ্গে মাদক কারবারের বাড়বাড়ন্ত রুখতে এদিনের বৈঠক হয়। এদিনের বৈঠকে উত্তরবঙ্গের পুলিশ আধিকারিকদের একাধিক নির্দেশ দিয়েছেন এডিজি বিনীত গোয়েল।

আরও পড়ুন- সাড়া দিচ্ছেন প্রতুল: এসএসকেএম হাসপাতালে দেখার পরে জানালেন মুখ্যমন্ত্রী

_

_

_
_

_

_

_

_

_
