মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এগিয়ে চলেছে উত্তরের পাহাড় থেকে সমতল। বুধবার রাজ্য বাজেটেও দেখা গেল তারই প্রতিফলন। ইতিমধ্যেই উন্নয়নের জোয়ার আছড়ে পড়েছে উত্তর কোণায় কোণায়। উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ উত্তরবঙ্গের ৮টি জেলায় গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রণয়ন ও রূপায়ণের দায়িত্ব সম্পন্ন করছে। দফতর সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলায় ৩,০২০টি প্রকল্পের কাজ শেষ হয়েছে।

কোচবিহার জেলায় কিছু উল্লেখযোগ্য নির্মাণ প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল উল্লারখাওয়া সেতু, খাগড়াবাড়ির ট্রাক টার্মিনাস, দিনহাটার ম্যারেজ হল বিল্ডিং, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে ২টি নতুন বয়েজ হোস্টেল নির্মাণ, বিভিন্ন ব্লকের রাস্তায় সোলার স্ট্রিট লাইটের ব্যবস্থা, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে টেকনোলজি ফ্যাকাল্টির জন্য অ্যাকাডেমিক বিল্ডিং এবং এবিএন শিল কলেজে অডিটোরিয়াম ইত্যাদি। বিভিন্ন অঞ্চলে রুরাল হাট শেড, পেভার্স ব্লক রোড, প্যাভিলিয়ন বিল্ডিং এবং সেতু নির্মাণে জোর দেওয়া হয়েছে।

আলিপুরদুয়ারের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প নেওয়া হয়েছে। সেগুলি হল কমিউনিটি হল, পেভার ব্লক রোড, বহু ব্লকে সোলার স্ট্রিট লাইটের ব্যবস্থা, বেশ কিছু রুরাল হাট শেড। দার্জিলিঙে মুখ্য প্রকল্পগুলি হল বিভিন্ন ব্লকে রাস্তা তৈরি, সোলার এলইডি স্ট্রিট লাইট-এর ব্যবস্থা, জয়হিন্দ কমিউনিটি হল নির্মাণ, নকশালবাড়ি হাটে পুরোনো হাট শেড-এর উন্নতিকরণ, সেবক রোডে শিক্ষা ভবন নির্মাণ এবং শিলিগুড়িতে হাই ড্রেইন নির্মাণ ইত্যাদি। কালিম্পঙে একাধিক কমিউনিটি হল, রাস্তা-সহ বহু প্রকল্প রয়েছে। উত্তর দিনাজপুর জেলায় বেশ কিছু উল্লেখযোগ্য প্রকল্পের কাজ রূপায়ণ করেছে। যার মধ্যে পিসিসি রোড, বক্স কালভার্ট, বক্স ব্রিজ, পেভার ব্লক রোড, ইন্টারলকিং কংক্রিট বুধ পেভমেন্ট রোড, ড্রেন, ব্ল্যা্ক টপ রোড অন্যতম। মালদহ জেলায় পরিকাঠামো ও জনসাধারণের সুযোগসুবিধা উন্নতির জন্য বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে যেমন- কমিউনিটি হল নির্মাণ, বাউন্ডারি ওয়াল নির্মাণ, সৌন্দর্যানে এবং সংস্কারমূলক কাজ, সিসি রোড, ড্রেইন, সুরক্ষামূলক কাজ ও বক্স কালভার্ট, সোলার অল-ইন-ওয়ান লাইট সিস্টেম, আরসিসি বক্স কালভার্ট, আরএসজে ব্রিজ নির্মাণ এবং জনগণের সুবিধার্থে ব্লকের বিভিন্ন অঞ্চলে ক্লাসরুম নির্মাণ ইত্যাদি। জলপাইগুড়িতে বরাদিঘি হাইস্কুলে বয়েজ হোস্টেল ভবন নির্মাণ, জল্পেশ্বর শিব মন্দিরে টিকিট কাউন্টারের সংস্কার, পেভার ব্লক রোড, সোলার লাইটিং-এর ব্যবস্থা, হাট শেড নির্মাণ এবং জেলায় যোগাযোগের উন্নতির জন্য রাস্তা।

আরও পড়ুন- আন্দোলন-কর্মবিরতির আড়ালে নার্সিংহোমে রোগী দেখে দেদার রোজগার! তথ্য তুলে দ্বিচারিতার পর্দাফাঁস PHA-র

_

_
_

_

_

_

_

_
