প্রেম দিবসের পরের দিন সকালেই নিজেদের জীবনের সবথেকে সুন্দর মুহূর্তের কথা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন পিয়া চক্রবর্তী। বাবা হতে চলেছেন টলিউডের অন্যতম হ্যান্ডসাম অভিনেতা -পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। শনিবার সকালে সমাজকর্মী-গায়িকা পিয়া চক্রবর্তী (Piya Chakraborty) স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে সুখবরের কথা জানালেন সকলকে। এরপর থেকেই সমাজমাধ্যম জুড়ে শুধুই শুভেচ্ছার বন্যা।

দুই পোষ্য বাঘা ও নীনাকে সঙ্গে নিয়েই নতুন সদস্য আসার খবর দিলেন পরমপত্নী পিয়া। হ্যাশট্যাগে লিখলেন ‘বেবি অন দ্য ওয়ে’। ২০২৩ সালের নভেম্বর মাসে একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে সই বিয়ে সারেন পরম-পিয়া। তাদের সম্পর্কের কথা জানাজানি হতে একাধিক কটাক্ষ আর সমালোচনার মুখোমুখি হতে হয়েছে দুজনকেই। তবে সেসব এখন অতীত। পিয়া জানিয়েছেন, জুন মাসেই নতুন মানুষ পৃথিবীর আলো দেখতে চলেছে। যদিও অভিনেতা পরিচালকের কাছ থেকে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘এই রাত তোমার আমার’। প্রিমিয়ারে হাজির ছিলেন পিয়াও। দম্পতি বরাবরই জানিয়েছেন তারা সবার আগে খুব ভালো বন্ধু। এবার সেই বন্ধুত্বের সংসারে ভালবাসার উপহার আসার প্রহর গুনছেন তারকা জুটি।
–

–

–

–

–

–

–

–

–

–
