খুন করে গা-ঢাকা দেওয়া! আমেরিকা থেকে বিমান নামতেই গ্রেফতার ২

পুলিশ অভিযুক্ত প্রদীপ ও সন্দীপকে নিহ্নিত করতে পারে। এরপর শনিবার অমৃতসরে (Amritsar) বিমান অবতরণের পরে পাতিয়ালা পুলিশ (Patiala Police) গ্রেফতার করে

ভারত থেকে জীবন ও জীবিকার সন্ধানে বহু ভারতীয় বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দেন। তার মধ্যে একটা বড় অংশই যে বেআইনিভাবে পাড়ি দেয়, তা প্রকাশ্যে এসেছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) অবৈধ নাগরিকদের ফেরৎ পাঠানোর (deportation) কাজ শুরু করতেই। তবে সবাই যে জীবিকার সন্ধানে যান না, অনেকেই অপরাধ থেকে বাঁচতে পাড়ি দেন, তা হাতে নাতে প্রমাণ হয়ে গেল আমেরিকা থেকে দ্বিতীয় বিমান অবতরণের পরই। গ্রেফতার করা হল বিমান আসা দুই পঞ্জাবের (Punjab) বাসিন্দাকে।

শনিবার রাতে ভারতের বিভিন্ন রাজ্যের ১১৬ জন নাগরিককে নিয়ে পঞ্জাবের অমৃতসরে (Amritsar) অবতরণ করে দ্বিতীয় বিমান। সেই বিমানেই ছিলেন প্রদীপ ও সন্দীপ নামে দুই যুবক। ট্রাম্পের পরানো শিকল থেকে যেখানে বাকি ভারতীয়রা অমৃতসর বিমান বন্দরেই মুক্তি পেয়েছেন, সেখানে মুক্তি মিলল না প্রদীপ, সন্দীপের।

অভিযোগ, ২০২৩ সালের জুন মাসে পাতিয়ালায় (Patiala) একটি খুনের ঘটনায় অভিযুক্ত এই দুইজন। তারপরেই দেশ ছেড়ে পালায় দুজন। আশঙ্কা করা হচ্ছে ভারতীয় আইনি জটিলতা থেকে বাঁচতেই আমেরিকায় গা-ঢাকা দেওয়ার চেষ্টা করে দুই খুনের আসামী।

শনিবার আমেরিকার বিমান ভারতের পৌঁছানোর আগেই পঞ্জাব (Punjab) প্রশাসনের কাছে তালিকা এসে পৌঁছায়, কারা সেই বিমানে ফিরছেন (deportation)। সেই তালিকা পেয়েই পঞ্জাব পুলিশ অভিযুক্ত প্রদীপ ও সন্দীপকে নিহ্নিত করতে পারে। এরপর শনিবার অমৃতসরে (Amritsar) বিমান অবতরণের পরে পাতিয়ালা পুলিশ (Patiala Police) গ্রেফতার করে দুই অপরাধীকে।