Wednesday, August 27, 2025

ঘাটাল মাস্টার প্ল্যান: মুখ্যমন্ত্রী তারিখ দিলেই শিলান্যাস, প্রকল্প রূপায়ণে সবার সাহায্য চাইলেন সাংসদ দেব

Date:

Share post:

রাজ্যে বাজেটে ৫০০ কোটি বরাদ্দ ঘোষণার পর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রথম রিভিউ বৈঠকে বসলেন সেচমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী শিউলি সাহা, সাংসদ দীপক অধিকারী, জেলাশাসক খুরশেদ আলি কাদরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার, মহকুমা শাসক সুমন বিশ্বাস প্রমুখ। ঘাটাল টাউন হলে। বৈঠকের পর দেব জানালেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য শুধুমাত্র রাজ্য সরকার নয়, ঘাটালের প্রত্যেকটি মানুষের পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলেরও সহযোগিতা লাগবে। এর শিলান্যাস করবেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওঁর কাছে তারিখ চাইব। সেই তারিখেই শিল্যান্যাস হবে। মানস বলেছেন, আমরা শিগগিরই কাজ শুরু করতে চাই। তাই এই বৈঠক।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের কথা জানান। পাশাপাশি ঘাটালে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের সমর্থনে রোড শোয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, দেব ঘাটাল থেকে তৃতীয়বার জয়ী হয়ে সাংসদ হলেই, রাজ্য সরকার নিজের কোষাগার থেকে অর্থ দিয়ে রূপায়ণ করবে। সেই মতো তৃতীয়বারের জন্য সংসদে যান দেব। ২০২৫-এর বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়। বৈঠকের পর দেব বলেন, ২৪-এর ভোটের আগেই আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম, ঘাটাল মাস্টার প্ল্যান যদি তৈরি হয় তাহলে এই ভোটে দাঁড়াব। সেই মতোই মুখ্যমন্ত্রী ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। দীর্ঘদিন ধরে অনেকগুলি রাজনৈতিক দলের সরকার এবং অনেক এমপি চেষ্টা করেছেন। করে উঠতে পারেননি। আমি এবং আমার দল তথা রাজ্য সরকার চেষ্টা করেছি। তাই আজকে এই জয় শুধু সরকারের নয়, ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাধারণ মানুষ এবং যাঁরা দীর্ঘদিন ধরে মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য আন্দোলন করেছিলেন, তাঁদের জয়। আগে থেকেই জানতাম যে টাকা বরাদ্দ হবে। তাই কীভাবে জমি নিয়ে রূপায়ণ করা যাবে সে বিষয়েই বৈঠকে আলোচনা হয়েছে।

আরও পড়ুন- স্বামীজি ‘শরণে’ এসেও ধর্মীয় বার্তা মোহন ভাগবতের: ভেদাভেদের রাজনীতিকে তোপ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...