Sunday, January 11, 2026

ধর্মকে বিক্রি করে খাচ্ছেন! বিরোধী দলনেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখছেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ধর্ম জিগির তুলে পশ্চিমবঙ্গের সরকারকে লজ্জাজনক আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari)। মঙ্গলবার, বিধানসভায় জবাবি ভাষণে বিরোধী দলনেতাকে নাম না করে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, “আপনারা আবার বড় বড় কথা বলেন কী করে! একটা ধর্মকে বিক্রি করে তো খাচ্ছেন! মনে রাখবেন, আমরা সব ধর্মকে সম্মান করি।” বিরোধী দলনেতার এই মন্তব্যের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকেও চিঠি লিখবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিন বিধানসভার (Assembly) বাইরে সাংবাদিক বৈঠক থেকে রাজ্য সরকারকে সাম্প্রদায়িক বলে কুৎসা করেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, এই সরকারের মদতেই না কি বাংলায় জঙ্গিদের বাড়বাড়ন্ত। এর জবাবে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, “আমার সঙ্গে জঙ্গিদের সম্পর্ক আছে? প্রমাণ দিলে মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেব।”

বিরোধী দলনেতার এই ধরনের মন্তব্যের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকেও চিঠি লিখবেন বলে জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, “বাংলায় মাফিয়াদের কোনও জায়গা নেই। সন্ত্রাসকারী, দাঙ্গাকারীদের আমরা জায়গা দিই না।”

বিধানসভায় বিজেপিদের নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “ওদের নাকি বলতে দেওয়া হয় না! আর কত বলবেন?” এরপরই তিনি বলেন, “আপনারা আবার বড় বড় কথা বলেন কী করে! একটা ধর্মকে বিক্রি করে তো খাচ্ছেন! মনে রাখবেন, আমরা সব ধর্মকে সম্মান করি।”

মুখ্যমন্ত্রীর কথায়, “কথা বলাও একটা আর্ট। এটা একটা শিল্প। বক্তৃতা মানে কাউকে আঘাত করা, সাম্প্রদায়িকভাবে ভাগ করে দেওয়া নয়।” বিরোধীদের অভিযোগের সপাট জবাব দিয়ে অধিবেশনে কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতীপুজো হওয়ার ছবি অধ্যক্ষের কাছে জমা দেন মমতা।

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...