হাওড়ায় নিজের গাড়িতে গুলিবিদ্ধ হুগলির পুলিশ আধিকারিক! চাঞ্চল্য এলাকায় 

ব্যক্তিগত কাজ সেরে ফেরার পথে বুধবার রাত ১২টা নাগাদ হাওড়ায় গুলি বিদ্ধ হলেন হুগলির চন্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল (IC Jayanta Paul)। গুরুতর অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার ব্যাটরা থানা ও শিবপুর থানার (Shibpur Police Station) মাঝামাঝি এলাকায় ঘোষ পাড়া পেট্রোল পাম্পের সামনে। গুলি চলার খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া সিটি পুলিশ। গুলির খোল উদ্ধারের পাশাপাশি একটি গাড়িও আটক করা হয়েছে বলে খবর।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গাড়ি করে চারজন পুলিশ কর্মী হাওড়ার দিক থেকে আসছিলেন। আচমকাই গাড়ির ভিতর জয়ন্ত পালকে (Jayanta Paul) লক্ষ্য করে গুলি চালান অন্য পুলিশ কর্মী।আহত পুলিশকর্মীর বাঁ হাতে গুলি লেগেছে বলে জানা গেছে। সেই সময় গাড়িতে একজন মহিলাও ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে গাড়ির মধ্যে কোনও বচসার কারণেই এই গুলি কাণ্ড। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ (Howrah City Police) । মহিলাসহ বাকি আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।