Tuesday, August 12, 2025

আর জি কর-কাণ্ডে সিপি-সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন হাইকোর্টের প্রধান বিচারপতি

Date:

Share post:

আর জি কর-কাণ্ডে সিপি-সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি।জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে মামলা ছাড়লেন প্রধান বিচারপতি। নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশের অভিযোগে দায়ের হয়েছিল মামলা। আর জি কর ঘটনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেই মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি। নতুন বেঞ্চে হবে পরবর্তী শুনানি। (Vineet Goyal) কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত। আর জি কর কাণ্ডের জেরে পদ থেকে সরানো হয় তাকে।  নিহত  তরুণী চিকিৎসকের পরিচয় প্রকাশের অভিযোগে তার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল আদালতে। সেই মামলা থেকেই সরে দাঁড়ালেন হাইকোর্টের(Calcutta High Court)প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ৯ অগাস্ট হাসাপাতালে যান কলকাতার তদানীন্তন পুলিশ কমিশনার বিনীত। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতার নাম বলে ফেলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। পুলিশ কমিশনার ধর্ষিতার নাম প্রকাশ করলেন কোন যুক্তিতে, ওঠে প্রশ্ন। সেই নিয়ে মামলা দায়ের হয় আদালতে।

এক আইনজীবী বিনীতের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। বিনীতের বিরুদ্ধে এফআইআর দায়ের করতেও আবেদন জানান তিনি। গোড়াতেই ওই মামলা নিয়ে সমস্যা দেখা দেয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, মূল মামলাটি যেহেতু সুপ্রিম কোর্টে রয়েছে, সেখানেই যাওয়া উচিত। কিন্তু এর পর কেন্দ্র জানিয়ে দেয়,  পুলিশ আধিকারিক যেখানে কর্মরত, সেখানেই শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা যেতে পারে।সেই থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে সেই নিয়ে মামলা চলছিল। বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এদিন ওই মামলা থেকে সরে দাঁড়ান হাইকোর্টের প্রধান বিচারপতি। নতুন বেঞ্চে মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। তবে কোন বেঞ্চে, তা এখনও জানা যায়নি।

আদালত কেন্দ্রকে জানায় যে, রাজ্য সরকারই এই বিষয়টি পরিচালনা করবে এবং যদি রাজ্য কোনও পদক্ষেপ না নেয়, তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অভিযোগ জানানো যেতে পারে। আদালত বিনীত গোয়েল এর বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ভিত্তিতে শৃঙ্খলাভঙ্গের দিক থেকে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত জানতে চেয়েছিল।

আর জি কর কাণ্ডে গোড়া থেকেই বিনীতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। তথ্যপ্রমাণ লোপাট এবং হাসপাতালে হামলার ঘটনায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নির্যাতিতার মা-বাবা থেকে আন্দোলনকারী চিকিৎসকরা। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বিনীতের কাছ থেকে পুলিশ মেডেল কেড়ে নেওয়ার দাবিও জানানো হয়। চিঠি দেওয়া হয় রাষ্ট্রপতিকেও। দীর্ঘ টানাপোড়েনের পর বিনীতকে বদলি করে রাজ্য সরকার।

প্রধান বিচারপতি শিবজ্ঞানমের সরে দাঁড়ানোর পর, আদালত পরবর্তী শুনানির জন্য একটি নতুন বেঞ্চ গঠন করবে এবং মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য আদালত নির্দেশনা দেবে। মামলার ভবিষ্যৎ এবং এই ধরনের গুরুতর অভিযোগের তদন্তের ফলাফল কেমন হয়, তা এখন দেখার বিষয়।

spot_img

Related articles

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...

শ্রাবনের শেষ লগ্নে বিদায়ী বর্ষার দাপট! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা 

চলতি সপ্তাহে শেষ হচ্ছে শ্রাবণ। কিন্তু বৃষ্টির (Rain) ইনিংস থামার কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। বরং রয়েছে বিদায়ী বর্ষায়...

দেবকে টক্করের বার্তা শিবপ্রসাদের, ‘ধূমকেতু’ মুক্তির দিনই ‘রক্তবীজ ২’ টিজার প্রকাশ

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। দেব-শুভশ্রীর (Dev- Shubhashree Ganguly) মাখো মাখো প্রেমের ছবি নিয়ে হাইপ তুঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের...

সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে SIR করুক বিজেপি : অভিষেক

ভোটার তালিকায় গরমিল থাকলে ভেঙে দিন লোকসভা, আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে। এরপর সারা দেশে...