Friday, May 23, 2025

ভারতে টেসলার কারখানায় সায় নেই ট্রাম্পের, মাস্কের সিদ্ধান্তে অখুশি মার্কিন প্রেসিডেন্ট

Date:

Share post:

ভারতে গাড়ি কারখানা তৈরি করছে এলন মাস্কের সংস্থা টেসলা (TESLA)। দেশীয় অর্থনীতিতে এর গভীর প্রভাব পড়বে বলে আত্মবিশ্বাসী মোদি সরকার। কিন্তু টেসলা কর্তার এহেন সিদ্ধান্তে খুশি নন আমেরিকার প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্প। সাফ জানালেন, মাস্কের এই নীতি আমেরিকার জন্য অন্যায়। তিনি এক্স কর্তার সিদ্ধান্তে সহমত নন।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ডকে সব রকমের সাহায্য করেছিলেন এলন মাস্ক (Donald Trump – Elon Musk)। দুজনের কাছাকাছি আসা নিয়ে ভালো চোখে দেখেনি বিরোধীপক্ষ। মার্কিন কূটনৈতিক মহলের মতে মাস্ক প্রত্যক্ষভাবে সাহায্য করায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচনে জয় সহজ হয়েছে। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই বন্ধুত্বের সম্পর্কে কি দূরত্ব বাড়ছে? ভারতে টেসলার কারখানা পত্তনের সম্ভাবনা নিয়ে জোরকদমে আলোচনা শুরু হয়েছে। এবার তা নিয়ে কড়া মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের সময়ে ভারতের উচ্চ আমদানি শুল্কের প্রসঙ্গটি তুলেছিলেন ট্রাম্প। অচলাবস্থা কাটাতে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ব্যাপারেও দুই দেশ সম্মত হয়েছে। ট্রাম্পের দাবি, ভারতের শুল্কনীতি এতটাই কঠিন যে, সেখানে গাড়ি বিক্রি কার্যত অসম্ভব।টেসলা এখনও ভারতে গাড়ি উৎপাদন শুরু করেনি। তবে সংস্থাটি ইতিমধ্যেই দিল্লি ও মুম্বইতে দুটি শোরুমের জন্য জায়গা চিহ্নিত করেছে এবং ১৩টি মাঝারি স্তরের পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্থাৎ জোরকদমে চলছে প্রস্তুতি। এই প্রসঙ্গে মনে রাখা দরকার মাস্ক দীর্ঘদিন ধরেই ভারতের ইভি বাজারে প্রবেশের পরিকল্পনা করেছেন। কিন্তু ভারতের স্থানীয় বিনিয়োগ, নীতিগত বাধা এবং উচ্চ শুল্কের কারণে সমস্যার মুখোমুখি হতে হয়েছে টেসলাকে। এবার নতুন করে আমেরিকার মসনদে বসার পর ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্য পরিকল্পনায় রয়েছে প্রতিশোধমূলক শুল্ক। যে দেশ আমেরিকান পণ্যে শুল্ক আরোপ করবে, যুক্তরাষ্ট্রও সেই দেশের পণ্যের উপর একই হারে শুল্ক বসাবে।নয়াদিল্লি জানিয়েছে যে অন্তত ৫০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ করে এদেশে কারখানা স্থাপন করলে আমদানি শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনা হবে। যদিও ভারতের এই অফারে টেসলার গাড়ি কারখানা তৈরির পরিকল্পনা আমেরিকার জন্য সঠিক নয় বলেই মনে করছেন ট্রাম্প। এখন এলন কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার।

spot_img

Related articles

ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনা, রাস্তায় আছড়ে পড়ল প্লেন! একাধিকের মৃত্যুর আশঙ্কা

আকাশ থেকে বিমান হুড়মুড়িয়ে আছড়ে পড়লো রাস্তায়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে বিমান থেকে জ্বালানির অংশ ছিটকে...

প্রযোজক-পরিচালকের অজান্তেই ‘চুরি’ আস্ত বাংলা সিনেমা! অভিযোগ দায়ের লালবাজারে

বাংলা বিনোদন জগতে (Bengali Entertainment industry) একি কাণ্ড, পরিচালক বা প্রযোজককে না জানিয়ে একটা গোটা বাংলা সিনেমা (Bengali...

নিরাপত্তা নিয়ে পড়াশোনার নয়া কোর্স

জাতীয় নিরাপত্তা নিয়ে পড়াশোনার প্রতি ঝোঁক ক্রমশ বাড়ছে নতুন প্রজন্মের। চালু হয়েছে এই বিষয়ে একাধিক ডিপ্লোমা ও ডিগ্রি...

চরম অমানবিকতা পাকিস্তানের! অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগো বিমানের ২২০ যাত্রীর প্রাণ

আবারও অমানবিকতার পরিচয় দিল পাকিস্তান। প্রবল ঝড় ও শিলাবৃষ্টির মধ্যে পড়া এক যাত্রীবাহী বিমান পাকিস্তানের আকাশসীমা সাময়িকভাবে ব্যবহার...