মাঠে নেমেই নজির শামির, নিলেন পাঁচ উইকেট

২০০ উইকেট হতে শামির দরকার ছিল ৩ উইকেট। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে শামির উইকেট ছিল ১৯৭ ।

তিনি যে শেষ হয়ে যাননি, তা আরও একবার প্রমাণ করলেন মহম্মদ শামি। বলা ভালো সমালোচকদের বার্তা দিলেন যে শামি আছেন শামিতেই। আজ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে বাংলাদেশ। আর এই ম্যাচে খেলতে নেমে রেকর্ড গড়লেন শামি। এদিন বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন ভারতীয় পেসার। আর সেই সূত্রে একদিনের ক্রিকেটে ২০০ উইকেট নেওয়ার নজির গড়লেন শামি। ক্রিকেটের ইতিহাসে দ্রুততম হিসাবে এই নজির গড়লেন বাংলার বোলার ।

২০০ উইকেট হতে শামির দরকার ছিল ৩ উইকেট। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে শামির উইকেট ছিল ১৯৭ । এদিন বাংলাদেশের জাকের আলিকে আউট করে ২০০ উইকেটে পৌঁছে যান শামি। ২০০ উইকেট নিতে ৫১২৬ বল করেছেন শামি। বিশ্বে এত কম বলে কোনও বোলার ২০০ উইকেট নিতে পারেননি। এত দিন এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের দখলে। অস্ট্রেলিয়ার পেসার ২০০ উইকেট নিতে করেছিলেন ৫২৪০ বল।

গত একদিনের বিশ্বকাপের পর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন শামি। হয়েছে অস্ত্রোপচার। তারপর এনসিতে রিহ্যাব করেন। এরপর ঘোরোয়া ক্রিকেটে ফিরে বল হাতে দাপট দেখান শামি। এরপর ভারতীয় দলের দরজা খুলে যায় শামির সামনে।

আরও পড়ুন-  পাঁচ উইকেট শামির, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২২৮ রান বাংলাদেশের