ফের বাঘের আতঙ্ক জঙ্গলমহলে,বনকর্মীরা অবস্থান জানতে চান

বন দফতরের কর্মীদের দাবি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গলমহলে সে পর্যাপ্ত খাবার পাচ্ছে

ফের বাঘের আতঙ্ক জঙ্গলমহলে। রবিবার সকালে পুরুলিয়ার মানবাজার ২ নম্বর ব্লকের একের পর এক গ্রাম লাগোয়া এলাকায় একাধিক পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা।পায়ের ছাপগুলি খুঁটিয়ে পরীক্ষা করেন বনকর্মীরা(forest officer)।তারা একপ্রকার নিশ্চিত যে, পায়ের ছাপগুলি বাঘেরই। বনদফতরের একাংশের মতে, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গলমহলে বাঘ তাদের নিরাপদ ডেরা বলে মনে করছে। সেই কারণেই বার বার ঘুরে আসছে বাঘটি।

এদিকে গত বছর ডিসেম্বরের শেষ দিকে জিনাত বলে বাঘটিকে বহু কাঠখড় পুড়িয়ে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছিল। এরপরই অপর একটি বাঘ(tiger) এই রাজ্যে ঢুকে পড়েছিল বলে খবর। ঝাড়খণ্ড থেকে বাংলায় ফিরে গিয়েছিল বাঘটি। অনেকেই সেই সময় বলে ছিলেন জিনাতকে অনুসরণ করে তারই বন্ধু ঢুকে পড়েছিল বাংলায়। ফের সেই বাঘটিই জঙ্গলমহলে এল কি না সেটা খতিয়ে দেখছে বনদফতর।

বন দফতরের কর্মীদের দাবি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গলমহলে সে পর্যাপ্ত খাবার পাচ্ছে। তাই সে লোকালয়েও ঢুকছে না। মানুষের কোনও ক্ষতিও করছে না। জঙ্গলের মধ্যেই ঘোরাফেরা করছে। অন্তত এখনও পর্যন্ত তেমনই প্রবণতা দেখা গিয়েছে। বাঘটির নিরাপত্তার কারণেই তার সঠিক অবস্থান সম্পর্কে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না বনকর্মীরা। তাদের অনুমান, পুরুলিয়ার রাইকা ও ভাঁড়ারি পাহাড় সংলগ্ন এলাকাতেই বাঘটি রয়েছে।