Saturday, August 23, 2025

অতীন ঘোষের গাড়িতে সরকারি বাসের ধাক্কা, অল্পের জন্য রক্ষা

Date:

Share post:

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কলকাতা পুরসভার( KOLKATA CORPORATION) ডেপুটি মেয়র অতীন ঘোষ।তালতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তার গাড়িতে ধাক্কা মারে একটি সরকারি বাস।সেই ধাক্কায় ডেপুটি মেয়রের গাড়িটি ভালমতো ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশন ছিল। সেখানেই যোগ দিতে যাচ্ছিলেন কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক।তালতলার কাছে এসএন ব্যানার্জি রোডে একটি সরকারি বাস হঠাৎই তার গাড়ির বাঁ দিকে ধাক্কা মারে। সেই সময় গাড়িতেই ছিলেন অতীন।যার ফলে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সেই সময় ডেপুটি মেয়র গাড়ির চালকের পাশে বসেছিলেন। কিন্তু তার কোনও গুরুতর আঘাত লাগেনি।তিনি নিরাপদেই আছেন।তার কোনও চোট বা আঘাতে লাগেনি।তিনি নিজে সুস্থ এবং নিরাপদ আছেন।পুলিশ(police) দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্ত শুরু করেছে।অপরাধী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি দ্রুত গতিতে ছিল।কিন্তু তালতলার(taltala) মতো ব্যস্ত রাস্তায় কীভাবে ডেপুটি মেয়রের গাড়িকে বাসটি ধাক্কা মারল, তা এখনও স্পষ্ট নয়।দুর্ঘটনার পর অতীন ঘোষ বলেন, তিনি কপাল জোড়ে বেঁচে গিয়েছি।এটি একটি দুঃখজনক ঘটনা, তবে আমি আমার কোনও ক্ষতি পাইনি।তিনি আরও বলেন, এই ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার পর, আমাদের উচিত আরও সতর্কতা অবলম্বন করা এবং পরিবহন ব্যবস্থার নিরাপত্তা জোরদার করা। শেষ পর্যন্ত পুরসভার বাজেট অধিবেশনে যোগ দেন ডেপুটি মেয়র।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...