Friday, November 7, 2025

পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে ইনিংস, ম্যাচ জিতিয়ে কী বললেন কিং কোহলি ?

Date:

Share post:

অবশেষে সব সমালোচকদের জবাব। রানের খরা কাটিয়ে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে ইনিংস । অপরাজিত শতরান। হ্যাঁ ঠিকই ধরেছেন। যার কথা বলা হচ্ছে , তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন বিরাট কোহলি। দির্ঘদীন বাদে ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে এত কিছুর মধ্যেও উচ্ছ্বাসে ভাসতে নারাজ কোহলি। তবে এরকম পারফরম্যান্স যে আলাদা আনন্দ দেয় তা জানাতে ভুললেন না কোহলি।

নিজের পারফরম্যান্স নিয়ে বিরাট বলেন, “ এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে যদি এভাবে ব্যাটিং করা যায়, তা অবশ্যই তৃপ্তিদায়ক। আরও ভালো লাগছে আমরা সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত করে ফেলেছি। টিমের জয়ে অবদান রাখতে পেরে দারুণ লাগছে। গত ম্যাচে কী কী ভুল করেছিলাম, সেগুলো থেকে শিখেছি। আমার কাজ ছিল মাঝের ওভার গুলোতে স্পিনারের বিরুদ্ধে খুব বেশি ঝুঁকি না নিয়ে ম্যাচটাকে নিয়ন্ত্রণ করা। শেষদিকে শ্রেয়স আইয়র দ্রুততার সঙ্গে রান করেছে। আমিও বেশ কয়েকটা বাউন্ডারি মেরেছি। যেটা ওয়ান ডে’তে আমার স্বাভাবিক খেলাটা খেলতে সাহায্য করেছে। সত্যি বলতে কী, নিজের খেলাটা খুব ভালোভাবে বুঝি। জানি আমাকে কী করতে হবে। তাই বাইরের ব্যাপার-স্যাপারগুলো থেকে নিজেকে দূরে রাখি। টিম আমাকে যা দায়িত্ব দেবে, সেটা পালন করাই আমার লক্ষ্য।“

তবে নিজের যে বয়স বাড়ছে সে কথাও মনে করান বিরাট। তিনি বলেন, “ ৩৬ বছর বয়স তো হল। মাঝে একটা সপ্তাহ ছুটি পেলে ভালোই হয়। এতটা পরিশ্রম করতে সত্যিই কষ্ট হয়।“

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণে প্রথমে ব্যাট করতে নেমে ২৪১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারত সহজেই সেই রান তাড়া করে তুলে নেয়। সৌজন্যে বিরাট কোহলি। ১১১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ভারতের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন- বিরাটের দাপুটে ইনিংস, পাকিস্তান ম্যাচ হারতেই জার্সি বদল পাক সমর্থকের, ভাইরাল ভিডিও

 

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...