Thursday, August 28, 2025

ট্যাংরায় দুই স্ত্রী ও কিশোরীকে খুন করেছে দাদা-ভাই: পুলিশ কমিশনার

Date:

Share post:

পুলিশি তদন্তে উঠে এল, যে  ট্যাংরায়(tangra) দুই স্ত্রী ও কিশোরীকে খুন করেছে দাদা এবং ভাই। এই খুনের পিছনে অন্য কারো থাকার তত্ত্ব উড়িয়ে দিয়ে সাংবাদিক বৈঠকে জানাল পুলিশ।এই মূহূর্তে অভিযুক্তরা এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে ছাড়া পেলে তাদের গ্রেফতার করবে পুলিশ। যদিও দে পরিবারের নাবালকের দায়িত্ব নিতে কেউ রাজি নয়।কলকাতা পুলিশের কমিশনার(police comissioner) মনোজ বর্মা জানিয়েছেন, আইন অনুযায়ী নাবালকের দেখভালের ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি সকালে বাড়ির দুই স্ত্রী সুদেষ্ণা, রোমি ও কিশোরী কন্যাকে খুন করা হয়। এরপর বাড়ির দুই ছেলে প্রণয় দে ও প্রসূন দে তাদের দুই স্ত্রী ও কিশোরী মেয়ের দেহ আগলে সারাদিন বাড়িতে ছিলেন।রাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তারপরই পুলিশ মৃতদেহগুলির কথা জানতে পারে।

প্রাথমিকভাবে সন্দেহের তির গিয়ে পড়ে দুই ভাইয়ের উপর। তথ্য প্রমাণ খতিয়ে দেখে পুলিশ জানিয়েছে, এই খুনে যুক্ত রয়েছেন দুই ভাই। বাড়ির বড় ছেলে প্রণয় দে সে কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। জেরায় তিনি পুলিশকে জানিয়েছেন, তার ভাই প্রসূনই হাতের শিরা কেটে ঘুমন্ত অবস্থায় খুন করেছেন তার স্ত্রী সুদেষ্ণা ও প্রসূনের স্ত্রী রোমিকে। এমনকী, প্রসূন তার ছেলের হাতও কাটার চেষ্টা করেন। তার সেই বয়ানকে সমর্থন করেছে প্রণয়ের ছেলে প্রতীপও। কাকা প্রসূনকেই কাঠগড়ায় তুলেছে সে। হাসপাতালের চিকিৎসাধীন প্রসূনের বক্তব্য, আমি কিছু করিনি। কী হয়েছে জানি না। এভাবে পুলিশের জেরার মুখে পড়তে হবে জানলে মরার অন্য পথ বেছে নিতাম।

 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...