অকাল বৃষ্টি, সঙ্গে সম্প্রতি ফের রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। ফলে বিস্তৃর্ণ এলাকাপ চাষের জমি জলের তলায়। ব্য়াপক ক্ষতি ফসলের। বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় তাদের মোট ৩২১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত আলু (Potato) রাজ্য কিনে নেবে। মঙ্গলবার, নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আলুচাষিদের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্ট্যাল প্রতি বাড়িয়ে ৯০০টাকা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ফের নিশানা করেন DVC-কে।

এদিন সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সাম্প্রতিক অকাল বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার তাদের ক্ষতিপূরণ দেবে। বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় তাঁদের মোট ৩২১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

এদিন সাংবাদিক বৈঠক থেকে ফের ডিভিসির বিরুদ্ধ তোপ দাগেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেন, রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। সাম্প্রতিক বৃষ্টিতে বেশ কিছু জেলায় আলু ও ধান চাষের ক্ষতি হয়েছে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায় ডিভিসির ছাড়া জলেও আলু নষ্ট হয়ে গিয়েছে। তার সঙ্গে অকাল বৃষ্টি। যার জেরে হাওড়া ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকার চাষের জমি জমের নীচে চলে গিয়েছে।
আরও খবর: ধুঁকতে থাকা ৬টি চা বাগান লিজ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এছাড়াও রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলুর সহায়ক মূল্যও প্রতি কুইন্টাল ৯০০ টাকা ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এর ফলে আলু চাষীদের আয় বাড়বে।অভাবি বিক্রি বন্ধ হবে মুখ্যমন্ত্রী জানান, ওই ভিজে যাওয়া আলু কিনে নেওয়া হচ্ছে। সুফল বাংলার মাধ্যমে সেগুলি বিক্রি করে দেওয়া হবে। এতে বেশ কিছু চাষি সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্বস্তিতে কৃষকরা।

–

–

–

–

–

–
