‘দায়িত্ব দিলে নেতৃত্ব দিতে তৈরি’, জানালেন ভেঙ্কাটেশ

এই নিয়ে ভেঙ্কটেশ আইয়র বলেন, “ অবশ্যই আমি প্রস্তুত।

২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। প্রথম ম্যাচেই নামছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে নাইটদের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল-এর সূচি প্রকাশ হয়ে গেলেও , এখনও নাইট অধিনায়কের নাম ঘোষণা করেনি কেকেআর। তবে শোনা যাচ্ছে, নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন ভেঙ্কটেশ আইয়ার। আর এরই মধ্যে এই নিয়ে মুখ খুললেন ভেঙ্কটেশ। বললেন দায়িত্ব নিতে তৈরি।

এই নিয়ে ভেঙ্কটেশ আইয়র বলেন, “ অবশ্যই আমি প্রস্তুত। আগে কয়েকবার বলেছি। আবারও বলছি। অধিনায়কত্ব একটা তকমা। আমি নেতৃত্বে বিশ্বাসী। দলের নেতা হতে পারা অনেক গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমার মধ্যে কোনও দ্বিধা নেই। আমাকে দায়িত্ব দেওয়া হলে অবশ্যই পালন করব। দায়িত্ব না নেওয়ার কোনও কারণ নেই।“

এখানেই না থেমে ভেঙ্কটেশ আইয়র বলেন,” সাজঘরে নেতা হয়ে উঠতে পারলে অধিনায়কের তকমা প্রয়োজন হয় না। দলের সামনে নিজেকে উদাহরণ হিসাবে তুলে ধরতে হবে। মাঠের ভিতরের মতো বাইরেও সকলের আদর্শ হয়ে উঠতে হবে। মধ্যপ্রদেশ দলেও এভাবেই নিজেকে পরিচালনা করার চেষ্টা করি। আমি মধ্যপ্রদেশের অধিনায়ক নই। তবু দলে আমার মতামত গুরুত্ব পায়। যে পরিবেশে সবাই খোলা মনে মতামত দিতে পারে, তেমন পরিবেশই আমার পছন্দ। কার দাম ২০ লাখ টাকা বা কার দাম ২০ কোটি টাকা সেটা বিষয় নয়। নতুন বা অভিজ্ঞ কি না, সেটাও নয়। দলের সব ক্রিকেটারই সমান। সকলের মতামত দেওয়ার স্বাধীনতা থাকা উচিত। দলের স্বার্থে, দলের ভালর জন্য সকলের মতামতই গুরুত্বপূর্ণ।“

আরও পড়ুন- আইপিএল-এ নতুন ব্যাটে নামতে চলেছেন মাহি, আনা হয়েছে চারটি নতুন ব্যাট