Sunday, August 24, 2025

খাবার খেতে হাহাকার! মধ্যপ্রদেশ বাণিজ্য সম্মেলনে ‘আমন্ত্রিতদের হামলা’

Date:

Share post:

ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বাণিজ্য সম্মেলন করতে যেতে হচ্ছে দেশের প্রধানমন্ত্রীকে। দেশে বৈদেশিক বিনিয়োগ টানতে অক্ষম নরেন্দ্র মোদিকে (Narendra Modi) শিখণ্ডী করে বাণিজ্যের তরী উৎরাতে চাইছে মধ্যপ্রদেশ, বিহার, অসম। তারপরেও সেই বাণিজ্য সম্মেলনে খাবার খাওয়ার লোকের ভিড়ে মুখ পুড়ল মোদিরই। খাবার কম পড়ায় প্লেট ভেঙে ভোপালের (Bhopal) বদনাম করলেন কারা, তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠেছে। যদিও সেই হুলুস্থুলু দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভাইরাল ভিডিও সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হতেই প্রশ্ন, তাঁরা কী আদৌ সম্মেলনের আমন্ত্রিত ছিলেন।

ভোপালে সোমবার বাণিজ্য সম্মেলন (Bhopal Investors Summit) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটা করে দুদিনের সম্মেলনে বিপুল বিনিয়োগের ঘোষণা করা হয়। যদিও গাল ভরা বিদেশি সংস্থার নাম বলা হলেও বিনিয়োগে (investors) দেশীয় সংস্থারই নাম দেখা যায় সেখানে। তবে মোদির মান রাখতে সম্মেলনে ভরাতে যাদের জোগাড় করলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব তারাই মুখ পোড়ালো বিজেপির।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) ভিডিওতে দেখা যায় খাবারের জায়গায় বিশাল ভিড়। আমন্ত্রিতরা সম্মেলনে এসেছিলেন, না খাবার খেতে, তা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন নেটিজেনরা। এরপরই শোনা যায় খাবার শেষ। তা নিয়ে রসিকতা করেন কেটাররারা (caterer)। তবে তাঁরা সাধ্যমতো পরিষেবা দেওয়ার চেষ্টা করেন। ফের খাবার তৈরি হলে প্রথমে আসে সারি সারি প্লেট (plate)। আর সেখানেই বাধে গোল।

দীর্ঘক্ষণ খাবারের জন্য অপেক্ষা করা ভিড় খাবার আনার খবর পেয়ে হুড়মুড়িয়ে ঝাঁপিয়ে পড়ে। খাবারের প্লেট নিয়ে আসতেই তা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। কেটারার (caterer) যুবকদের থেকে গোটা প্লেটের (plate) ক্রেট পড়ে গিয়ে ছড়িয়ে পড়ে সেই ভাঙা প্লেট। অনেকেই সেই মাটি থেকে কুড়ানো প্লেট তুলে খাবারের লাইনে দাঁড়ানোর চেষ্টা করে। সেখানেই প্রশ্ন উঠেছে, আদৌ এরা বিনিয়োগে ভিড় করেছিলেন, না লাঞ্চের জন্য।

spot_img

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...