Saturday, January 31, 2026

রাজনৈতিক উদ্দেশ্যে ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা! CBI-এর চার্জশিটের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেকের আইনজীবী

Date:

Share post:

বারবার তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) CBI-র বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ তোলেন। ফের তার প্রমাণ মিলল। ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা করছে সিবিআই। প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে পেশ করা চার্জশিটে ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়’ বলে যে নামটি উল্লেখ করা হয়েছে তা রাজনৈতিক কারণে করা ভিত্তিহীন অভিযোগ বলে বিবৃতি দিয়েছেন তাঁর আইনজীবী সঞ্জয় বসু (Sanjay Basu)।

২৮ পাতার চার্জশিটে সিবিআই সুজয়কৃষ্ণ-সহ কয়েক জনের কথোপকথনের অডিও ক্লিপের কথা জানিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, অডিও-তে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং TMC বিধায়ক মানিক ভট্টাচার্যের পাশাপাশিই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও শোনা গিয়েছে। অডিও-র সত্যতা যাচাইয়ের জন্য CBI সেটি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সেস ল্যাবরেটরিতে পাঠিয়েছে। তবে, কে সেই অভিষেক, চার্জশিটে তাঁর পরিচয়ের কোনও উল্লেখ নেই।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আইনজীবী সঞ্জয় জানান, তাঁর মক্কেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে পূর্ণ সহযোগিতা করেছেন। বিবৃতিতে তিনি লেখেন, ”আমার মক্কেল ইডি ও সিবিআইকে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন। তাঁকে যেখানে যখন ডেকে পাঠানো হয়েছে, তিনি হাজিরা দিয়েছেন। যে নথি চাওয়া হয়েছে তা জমা দিয়েছেন। তার পরেও ভিত্তিহীন অভিযোগ করছে সিবিআই। অপরাধের তদন্তের দায়িত্বে থাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আমার মক্কেলের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে কোনও চার্জশিট পেশ করেনি।”
আরও খবর: ‘বিতর্কিত’ বিজ্ঞপ্তি বাতিল করল কলকাতা পুরসভা, আধিকারিককে শোকজ

এরপর সিবিআই-এর চার্জশিটের বিষয়ে সঞ্জয় বসু (Sanjay Basu) বিবৃতিতে লেখেন, ”যে দাবি তারা চার্জশিটে করেছে তার সমর্থনে কোনও নথি বা প্রমাণ পেশ করতে পারেনি সিবিআই। এই থেকে স্পষ্ট আমার মক্কেলকে ফের অকারণে নিশানা করা হচ্ছে। যে চার্জশিটের কথা বলা হচ্ছে, সেটি আমার মক্কেলকে হয়রানির একটা উপায় মাত্র।”

বিবৃতিতে অভিষেকের আইনজীবীর অভিযোগ, ”এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল ED। কোনও প্রমাণ না পেয়ে কলকাতা হাই কোর্ট ইডির বিরুদ্ধে রায় দিয়েছে। একটি রাজনৈতিক শক্তি ইডিকে দিয়ে হেনস্থায় ব্যর্থ হওয়ার পরে এবার সিবিআইকে ব্যবহার করছে। সাম্প্রতিক চার্জশিটে প্রমাণ না থাকলেও সন্দেহ তৈরির একটা মরিয়া চেষ্টা। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিবিআইয়ের এই চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার একটা ব্যর্থ চেষ্টা মাত্র। খতিয়ে না দেখেই এই মামলায় যে ভাবে ব্যক্তিদের বয়ান অন্তর্ভুক্ত করা হয়েছে তা সিবিআই তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দেয়।”

শুধু বাংলা নয়, অবিজেপি রাজনৈতিক দলগুলি গেরুয়া শিবিরের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে হেনস্থার অভিযোগ তোলেন। আপ নেতা কেজরিওয়াল বা ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে হয়রানির ঘটনা তার সাম্প্রতিক উদাহরণ। একইভাবে বাংলাতেও এই ষড়যন্ত্র বিজেপি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ শাসকদলের।

spot_img

Related articles

বিভ্রান্ত জারি পিসিবির, টি২০ বিশ্বকাপের আগে নয়া জটিলতায় আইসিসি

টি২০ বিশ্বকাপ ( ICC T20 World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন কিন্ত তার আগে জটিলতা কিছুতেই কাটছে...

IG পদে উন্নতির জন্য ফতোয়া: ২০১১ পরবর্তী ক্যাডারদের জন্য নতুন নিয়ম

কেন্দ্রে আইজি বা সমতুল পদে নিয়োগের ক্ষেত্রে আইপিএস আধিকারিকদের (IPS Officer) জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) নতুন...

ফাইনালে ধরাশায়ী সাবালেঙ্কা, বদলার সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতলেন রায়বাকিনা

বিশ্বকে চমকে দিলেন রায়বাকিনা৷ বিশ্বের এক নম্বরকে তিন সেটের লড়াইতে হারিয়ে দিয়ে জিতে নিলেন কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন(Australian...

মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ সুনেত্রা পাওয়ারের

মহারাষ্ট্রের রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। শনিবার রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুনেত্রা পাওয়ার (Sunetra...