Friday, December 26, 2025

নিউজিল্যান্ড ম্যাচে ৭৭ করেও র‌্যাঙ্কিংয়ে আরও পিছোলেন নাজমুল

Date:

Share post:

নাজমুল হোসেনের ব্যাটে রান নেই অনেকদিন ধরে। বিপিএলে জাতীয় দলের অধিনায়ক হয়েও ফরচুন বরিশালের দল থেকে বাদ পড়েছিলেন। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচেও ব্যর্থ হয়েছেন। আউট হন শূন্য রানে। সেই খরা কাটে শেষ পর্যন্তদ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে।নিউজিল্যান্ড ম্যাচে ১১০ বলে ৭৭ রানের দুরন্ত ওয়ানডে ইনিংসে খেলেন নাজমুল। ৭৭ রান করার পরও আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে গিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

গত সপ্তাহে প্রকাশিত হয়েছে নতুন র‌্যাঙ্কিং। নাজমুলের অবস্থান ছিল ২৫ নম্বরে। সেখানে দুই ধাপ সরে নাজমুলের এখন অবস্থান ২৭ নম্বরে। ৯ ধাপ পিছিয়ে মুশফিকের অবস্থান ৪২ নম্বরে। ২০১৪ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম ৪০–এর বাইরে চলে গিয়েছেন মুশফিক। মাহমুদউল্লাহ আছেন ৪৩ নম্বরে। তিনি পিছিয়েছেন ৭ ধাপ। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় ১৮ ধাপ এগিয়ে আছেন ৬৪ নম্বরে।ওয়ানডেতে ব্যাটসম্যানদের শীর্ষ পাঁচে পরিবর্তন মাত্র একটি। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা বিরাট কোহলি এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫ নম্বরে। এক ধাপ পিছিয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে একাদশে সুযোগ পাননি মিচেল। শীর্ষে আছেন যথারীতি শুভমান গিল।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন মহীশ তিকশানা। তাঁর দল শ্রীলঙ্কা অবশ্য চ্যাম্পিয়নস ট্রফিতে নেই। পরশু বাংলাদেশের বিপক্ষে ২৬ রানে ৪ উইকেট নিয়ে ৩১ ধাপ এগিয়েছেন স্পিনার মাইকেল ব্রেসওয়েল। এই স্পিনারের বর্তমান অবস্থান ২৬ নম্বরে। বাংলাদেশ পেসার তাসকিন এগিয়েছেন ৬ ধাপ, আছেন ৩০ নম্বরে। সেখানে মেহেদি হাসান মিরাজ আবার ৪ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে আছেন।

spot_img

Related articles

‘প্রজাপতি ২’ নামের অর্থ হারালো মাঝপথেই, ক্লাইম্যাক্স টুইস্টে বাঙালি আবেগ ধরার চেষ্টা

বড়দিনে বড়পর্দায় মুক্তি পেল 'প্রজাপতি ২' (Prajapati 2)। ছবি নির্মাতারা প্রথম থেকেই বলে এসেছেন এই ছবি বাবা- সন্তানের...

দলের পদাধিকারী-ভোট ম্যানেজারদের সঙ্গে আজ মেগা সাংগঠনিক বৈঠকে অভিষেক

দলনেত্রীর নির্দেশ মেনে এসআইআর পর্বে দলের নেতাকর্মীদের ভূমিকা আলোচনার পাশাপাশি ভোট ম্যানেজারদের সঙ্গে শুক্রবার ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন...

পূর্ব মেদিনীপুরের রামনগরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪ দোকান

উৎসবের মরশুমে পূর্ব মেদিনীপুরের রামনগরে (Ramnagar, East Midnapore) অগ্নিকাণ্ড। ভস্মীভূত পরপর চারটি দোকান। প্রাথমিক অনুমান মিষ্টির দোকানে শর্ট...

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...