Thursday, November 13, 2025

একক দক্ষতায় মেসি বৌলির গোল, আইএসএলে প্রথমবার জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

Date:

Share post:

ইন্ডিয়ান সুপার লিগের(isl) ইতিহাসে এটি একেবারে নতুন অধ্যায়। প্রথমবারের মতো পর পর তিনটি ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। বুধবার যুবভারতীতে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় হাসিল করে লাল-হলুদ।

ইস্টবেঙ্গলের(eastbengal) হয়ে একক দক্ষতায় গোল করেন মেসি বৌলি। এদিন হায়দরাবাদের মনোজ মহম্মদের আত্মঘাতী গোলে লাল-হলুদ দলকে এগিয়ে দেন। ম্যাচের পর ইস্টবেঙ্গলের সমর্থকরা নতুনভাবে আশা করতে শুরু করেছে তাদের দলের প্রথম ছয়ের মধ্যে স্থান পাওয়ার জন্য।

ইস্টবেঙ্গল রয়েছে অষ্টম স্থানে। বুধবার জিতে ২২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সেই জায়গাতেই রইল তারা। বাকি রয়েছে দু’টি ম্যাচ। সেই দু’টি ম্যাচ জিতলে সর্বোচ্চ ৩৩ পয়েন্টে পৌঁছতে পারে লাল-হলুদ। প্রথম ছয়ের মধ্যে থাকা নর্থইস্ট ইউনাইটেড এবং মুম্বই সিটি রয়েছে ৩২ পয়েন্টে। তারা যদি আর পয়েন্ট না পায় তা হলে প্রথম ছয়ে উঠতে পারে লাল-হলুদ।
অস্কার ব্রুজো আসার পর থেকে দলের অবস্থা কিছু হলেও বদল হয়। এখন প্রথম ছয়ে থাকা কঠিন হলেও অসম্ভব নয়। এ বার পরপর তিনটে ম্যাচ জিতে সেই আশা আর কিছুটা হলেও বাড়ল।

ম্যাচে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। প্রথমার্ধে ছিল   হায়দাবাদের দাপট।  প্রথমার্ধের শেষের দিকে দুর্দান্ত সুযোগ মিস করে হায়দরাবাদ। ম্যাচের৮৬ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় লাল হলুদ।

এর পর  একক দক্ষতায়  গোল করেন মেসি বৌলি। তবে তিনি গোটা ম্যাচে একাধিকবার গোলের সুযোগ তৈরি করেছেন । কিন্তু সেটাকে কাজে লাগাতে পারেননি। এই জয়ে খুশি লাল হলুদ সমর্থকরা।

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...